অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন

পপুলার২৪নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম নারী সিনেটর হিসেবে যোগ দিয়েছেন মেহরিন ফারুকি। দেশটির চলমান বর্ণবাদ বিতর্কের মধ্যেই বুধবার তিনি নিয়োগ পেয়েছেন। বিবিসি জানিয়েছে, ফারুকির জন্ম পাকিস্তানে।

সিনেটর হওয়ার পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বৈচিত্র্যতা অস্ট্রেলিয়ার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে। একটি শূন্যপদ পূরণে নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিন পার্টির এ সংসদ সদস্যকে বুধবার সিনেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

আগামী সপ্তাহে তিনি শপথ নেবেন বলে জানা গেছে। গণহত্যা সংক্রান্ত ইস্যু ব্যবহার করে সমালোচিত ফ্রেসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করে আসছিলেন মেহরিন।

সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদে প্রথম বক্তব্যে বুধবার তিনি বলেন, অ্যানিং লাখ লাখ অস্ট্রেলিয়ানের মুখে ঘৃণা ও বর্ণবাদের বমি উদগিরিত করছেন। ১৯৯২ সালের পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া যান মেহরিন।

রাজনীতিতে প্রবেশের আগে পরিবেশ ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেন। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে এমপি হন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅটল বিহারী বাজপেয়ী আর নেই
পরবর্তী নিবন্ধভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ