অস্ট্রেলিয়ান ওপেনে রাফায়েল নাদালের দাপুটে শুরু

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে দাপুটে শুরু পেলেন রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনকে।

এবারের আসরে বিগ থ্রি খ্যাত তিন তারকার মধ্যে দুজন নেই। করোনা ভাইরাসের টিকা জটিলতায় অনেক নাটক শেষে পুরুষদের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে দেশে ফেরানো হয়েছে। আর চোটের জন্য নেই রজার ফেদেরারও। ফলে এই টুর্নামেন্টে নাদালকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে।

অস্ট্রেলিয়ান ওপেনের এবারে পুরুষদের এককে নাদালই একমাত্র খেলোয়াড়, যিনি আগে এই প্রতিযোগিতা জিতেছেন। যেখানে রড লেভার এরিনায় জিরোনকে পাঁচ বার ব্রেক করেছেন তিনি। পাশাপাশি মেরেছেন ৩৪টি উইনার। বিপক্ষকে এক বারের জন্যেও দাঁড়াতে দেননি।

এদিকে সোমবার সপ্তম বাছাই মাতেয়ো বেরেত্তিনি ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারান ব্র্যান্ডন নাকাশিমাকে। দশম বাছাই হুবার্ট হুরকাজ ৬-২, ৭-৬ (৭-৩), ৬-৭ (৫-৭), ৬-৩ হারান ইগর জেরাসিমভকে। নারীদের এককে ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা ৬-৩, ৬-১ হারিয়েছেন পানা উডভার্ডিকে। নাওমি ওসাকা ৬-৩, ৬-৩ হারিয়েছেন ক্যামিলা ওসোরিয়োকে। তবে কোকো গফ ৪-৬, ২-৬ হেরেছেন ওয়াং কিয়াংয়ের কাছে।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার পরামর্শক হিসেবে ফিরছেন স্টিভ রোডস
পরবর্তী নিবন্ধউসমান খাজা মুসলিম বলেই মদ-উদযাপন বন্ধ রাখে অস্ট্রেলিয়া