স্পোর্টস ডেস্ক:
পুঁজি মাত্র ৯১ রানের। এই স্বল্প রান নিয়েই শক্তিশালী অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের মেয়েরা। যদিও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে গেছে সুমাইয়া আক্তারের দল।
আজ সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৯২ রানের লক্ষ্যে নেমে পৌঁছাতে অস্ট্রেলিয়াকে হারাতে হয় ৮ উইকেট। হাতে রাখতে পারে মাত্র ৪ বল।
বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় ৩ ওভারেই ২৬ রান তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওন। ১৮ বলে ১৬ রান করে আউট হন ক্যাট। দলীয় ৫০ রানে ৯ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ম্যাকিওন।
এরপর বল হাতে দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেন তারা।
এক পর্যায়ে ৮৬ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখনো জয়ের জন্য দরকার ৬ রান। কিন্তু আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ফলে ২ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ লুসি হ্যামিলটন করেন ৩৫ বলে ৩০ রান। ইলা ব্রিসকো ২২ বলে ১১ রান করেন।
এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন আফিয়া আশিমা। ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এই জয়ের ধারা বেশিক্ষণ স্থায়ী হলো না। দ্বিতীয় ম্যাচে এসেই হেরে গেলো সুমাইয়ারা।