বৃহস্পতিবার সারাদেশে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এদিন রাজৈরে এসএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে জুলিয়া আক্তার নামের পরীক্ষার্থী কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ব্রিজ থেকে মরা কুমার নদীতে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে এলাকাবাসী এগিয়ে এসে জুলিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক।
জানা যায়, রাজৈর উপজেলা সদরে অবস্থিত রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আবাসিক ছাত্রী জুলিয়া আক্তার রাজৈর কেজেএস পাইলট ইনষ্টিটিউট কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা ২০ মিনিট পর তিন তলার ৩০২ নং কক্ষ থেকে হঠাৎ বেরিয়ে এসে রাজৈর বাজার ব্রিজের উপর থেকে প্রায় ২০ ফুট নিচে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
রাজৈর কেজেএস পাইলট ইনষ্টিটিউট কেন্দ্রের হল সুপার জাফর আলী মিয়া জানান, ছাত্রীটি বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যায়। পরে খবর পেলাম সে নদীতে লাফ দিয়েছে।
কেন্দ্র সচিব অলিক কুমার ধর জানান, ছাত্রীটি শারীরিক অসুস্থতার কথা বলে বাথরুমে যায়।