অসুস্থ হয়ে পড়েছে শাবিপ্রবিতে অনশনকারী শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

জানা যায়, অনশনরত কাজল দাশ নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া তিন শিক্ষার্থীকে স্যালাইন পুশ করা হয়েছে। স্বেচ্ছাসেবী একটি মেডিকেল টিম তাদের চিকিৎসা সেবা দিচ্ছে।

অনশনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ‘ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙ্গা হবে না। অনশনে কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। কাজল দাশ নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিন শিক্ষার্থীকে স্যালাইন পুশ করা হয়েছে।’

উল্লেখ্য, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধবরগুনার বেতাগীর লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার