বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য অভিনেতা অরুণ বালি মারা গেছেন। শুক্রবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
অরুণ বালির পুত্র অঙ্কুশ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন—‘আমার বাবা মারা গেছেন। অনেক দিন ধরেই স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন। গত দুই-তিনদিন ধরে তার মুড সুইং করছিল। ওয়াশরুমে যাওয়ার কথা বলেছিলেন কেয়ারটেকারকে; ফিরে এসে বসতে চান। তারপর বাবাকে বসানো হয়। কিন্তু সেখান থেকে তিনি আর উঠেননি।’
চলচ্চিত্র পরিচালক লেখ ট্যান্ডনের টিভি শো ‘দুসরা কেভল’-এ অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অরুণ বালি। এতে শাহরুখ খানের চাচার ভূমিকায় দেখা যায় তাকে। এরপর অনেক টিভি শোয়ে দেখা গেছে অরুণ বালিকে। অভিনয় করেছেন অনেক জনপ্রিয় সিনেমায়।
অরুণ বালি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থ্রি ইডিয়টস’, ‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’ প্রভৃতি।