অবসরের খবর ভিত্তিহীন: আমির

পপুলার২৪নিউজ ডেস্ক:

টেস্ট থেকে অবসরের খবর ভিত্তিহীন: মোহাম্মদ আমির

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্বরূপেই আছেন।  চ্যম্পিয়নস ট্রফিতে দারুণ পারফর্মেন্স করেছেন। সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে আমির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন বলে কিছু দিন আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল। তবে এই গুঞ্জন প্রতিপক্ষ ব্যাটসম্যানে স্টাম্প ওড়ানোর মতই উড়িয়ে দিলেন বাঁ-হাতি এ ফাস্ট বোলার। বললেন, এসব খবর ভিত্তিহীন।

আমির বলেন, ‘এ ধরনের গুজবের ভিত্তি কি আমি জানিনা। আমি ফিট, সামর্থ্যবান, আমার স্বাস্থ্যগত কোন সমস্যা নেই এবং ক্রিকেটের কোন ভার্সন থেকে এখনই অবসর নেয়ার কোন ইচ্ছে আমার নেই। ইতোপূর্বে আমি বলেছিলাম একজন ক্রিকেটার হিসেবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ফিটনেস লেবেল নিয়ে সজাগ থাকতে হবে। আমার এমন বক্তব্যকেই কেউ কেউ আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই বলে গুঞ্জন ছড়িয়েছে। ‘

তিনি আরো বলেন, ‘এটা একদম মিথ্যা এবং যত দিন পর্যন্ত ফিট থাকব ততদিন আমি সব ভার্সনেই খেলতে চাই। ‘

২০১০ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো-বল করে দোষী সাব্যস্ত হওয়ায় আমির।  তার তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আসিফ ৫ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন।

নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ১৪ টেস্টে ৪৩ উইকেট শিকার করেছেন আমির। বাঁ-হাতি পেসার এতেও সন্তষ্ট নন। তিনি নিজের সেরা ফর্মে ফিরতে চান। নিষিদ্ধ থাকার সময় তিনি একটা বল পর্যন্ত স্পর্শ করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর  সেই আমিরের কাছ থেকে সমর্থকরা তাৎক্ষণিক একটা প্রভাব বিস্তারের প্রত্যাশা করছিলেন।

বর্তমানে পাকিস্তানের সেরা এ পেসার বলেন, ‘এটা ছিল অসম্ভব একটা কাজ। ক্রিকেট কোনো ম্যাজিক নয়। আমি ফেরার পর সমালোচকরা সরাসরি আমাকে বাদ দিতে চেয়েছিলেন। আমি ফিরেছি দেড় বছর হলো এবং আমি মনে করছি কঠোর পরিশ্রমের ফল আমি দেখাতে শুরু করেছি। জনগণকে ধৈর্য্য ধরতে হবে এবং সব কিছু শুরু করতে আমাকেও ধৈর্য্য ধরতে হয়েছে। ‘

পূর্ববর্তী নিবন্ধভক্তদের রবীন্দ্র সরোবরে আমন্ত্রণ জানালেন অনন্ত জলিল
পরবর্তী নিবন্ধট্রাম্পের আঁকা ছবির দাম ২৩ লাখ টাকা