পপুলার২৪নিউজ প্রতিবেদক:
টানা ১০ কার্যদিবস উত্থান শেষে দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেনে এ পতন হয়।
এদিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩.৫৫ পয়েন্ট কমে ৫১৫৮.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে টানা কার্যদিবসের উত্থানে ২৫৮ পয়েন্ট বেড়েছিল।
রবিবার ডিএসইতে ১ হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ২৪৫ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭০ কোটি ৩৬ লাখ টাকার বা ১৩.৬৮ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ৮৯টির দাম বেড়েছে। অপরদিকে ২১১টির দাম কমেছে এবং ২৬টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৫২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগাংয়ের ৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল।
লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস, সাইফ পাওয়ারটেক, আরগন ডেনিম, শাশা ডেনিমস, বিডি থাই এবং এ্যাপোলো ইস্পাত।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৬০.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৫৮০.৪৬ পয়েন্টে। এদিন সিএসইতে ৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।