পপুলার২৪নিউজ ডেস্ক:
অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তী জামিন পেয়েছেন। গ্রেফতারের এক মাস পর জামিনে ছাড়া পেলেন তিনি। আজ বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন।
এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন মিলেছে রিয়ার। তবে তার ভাই শৌভিকের জামিনের আবেদন খারিজ হয়েছে।
অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তী জামিন পেয়েছেন। গ্রেফতারের এক মাস পর জামিনে ছাড়া পেলেন তিনি। আজ বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন।
এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন মিলেছে রিয়ার। তবে তার ভাই শৌভিকের জামিনের আবেদন খারিজ হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, এক লাখ রুপি মুচলেকায় জামিন পেয়েছেন রিয়া। তবে জমা রাখতে হবে রিয়ার পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বৃহত্তর মুম্বাইয়ের বাইরে যেতে হলে তাকে তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। আগামী ১০ দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে তাকে।
খারিজ হয়েছে আবদেন বাসিত পরিহারের জামিনের আবদেনও। তবে সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং পরিচারক তথা সহায়ক স্যামুয়েল মিরান্ডারও জামিন হয়েছে। তাদের প্রত্যেককে জামিনের জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। তাঁদের বিরুদ্ধেও অভিযোগ, সুশান্তের জন্য গাঁজার ব্যবস্থা করতেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে। তাকে গ্রেফতার করার পর ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গ্রেফতার হওয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষা এবং কোভিড টেস্টের জন্যে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের সিওন হাসপাতালে। সেই রাতে এনসিবি-র হেফাজতেই রাখা হয়েছিল তাকে। পরদিন স্থানান্তরিত করা হয় বাইকুলা জেলে।
যদিও জামিন চেয়েছিলেন রিয়া, তবে তা মঞ্জুর হয়নি। রিয়া তার জামিন আবেদনে লিখেছিলেন তাকে জোর করে বয়ানে সই করা হয়েছে। তার মুখে এমন কথা বসানো হয়েছে যা তিনি বলেননি।