পপুলার২৪নিউজ ডেস্ক:
গতকাল প্রথম সেশনের পর থেকেই একা শ্রীলঙ্কাকে টেনে তুলছেন দীনেশ চান্দিমাল। লঙ্কানদের স্কোরটা তিনশ রানের কোটা পার করেই আউট হলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মিরাজের বলে সৈকতের তালুবন্দি হবার আগে ১৩৮ রান করেন চান্দিমাল।
প্রথম দিনের ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। প্রথম আধা ঘণ্টায় লঙ্কানদের একটি উইকেটও তুলতে পারেননি বাংলাদেশের বোলাররা। আগের দিনের ৮৬ রানে অপরাজিত থাকা দীনেশ চান্দিমাল ও রঙ্গনা হেরাথ আজও আস্থার সঙ্গে ব্যাট করছিলেন। তবে এরপরই লঙ্কান ইনিংসে আঘাত হানেন সাকিব আল হাসান। রঙ্গনা হেরাথকে স্লিপে সৌম্য সরকারের তালুবন্দি করেন সাকিব। শ্রীলঙ্কার রান তখন ২৫০।
এরপর চান্দিমালের আউটে বাংলাদেশ শিবিরে স্বস্তি নেমে আসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ৩১০ রান করেছে শ্রীলঙ্কা।