অপারেশন শেষে নিবিড় পর্যবেক্ষণে কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : হৃদযন্ত্রের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। বিবৃতিতে বাফুফে জানায়, ‘আজ কাজী সালাউদ্দিনের করোনারি আর্টারি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় ৭০ বছর বয়সী এই কিংবদন্তিকে গত বুধবার (২০ ডিসেম্বর) হাসপাতালে নেওয়া হয়। সেদিন বাফুফে সভাপতির এনজিওগ্রাম করা হয়।এবং তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।

উল্লেখ্য, প্রায় দশ বছর আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাফুফে সভাপতি। আবারও সেই একই সমস্যায় দীর্ঘদিন পর হাসপাতালে ভর্তি হলেন। তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয় ফুটবল ফেডারেশন ভবনে।

পূর্ববর্তী নিবন্ধনিট রিজার্ভ এখন ২১.৪৪ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধনাম ও ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে প্রতারণা, সতর্ক করলেন পূর্ণিমা