‘অপারেশন অগ্নিপথ’-র শুটিং শুরু হচ্ছে

পপুলার২৪নিউজ ডেস্ক:
শিডিউল জটিলতায় আটকে ছিল আশিকুর রহমান পরিচালিত ছবি ‘অপারেশন অগ্নিপথ’। ছবিটির প্রথম দিকের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়।

এবার ব্যাংকক ও বাংলাদেশের বেশ কয়েকটি লোকেশনে শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন শাকিব খান। ছবিটিতে নতুন শাকিব খানের নায়িকা হিসেবে যুক্ত করা হয়েছে নবাগত সূচনা আজাদকে।

এ ছবিতে সূচনাকে একজন হ্যাকার চরিত্রে দেখা যাবে। প্রথমে শাকিব খানের সহযোগী হয়ে অভিনয় করবেন তিনি। কিন্তু শেষের দিকে ঘটবে উল্টো ঘটনা।

ছবিটিতে শাকিব খানের সহশিল্পী হিসেবে কাজ করছেন ‘দ্যা স্টোরি অব সামারা’র শিবা আলী খান।

প্রথম লটে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মিশা সওদাগর ও টাইগার রবি।

এছাড়াও তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার পর্বে সিডনি থেকে আরও বেশ কয়েকজন শিল্পী কাজ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলে প্রাণী বাঁচবে ৬৮ দিন !
পরবর্তী নিবন্ধভিসা জটিলতার কারণে পেছাল ‘মনে রেখ-’র শুটিং