বিনোদন ডেস্ক:
হাসিন ডিলরুবা ছবির ট্রেলারেই তাপসী পান্নুর অভিনয় নজর কেড়েছে দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকের। ছবিতে তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে দুই সহঅভিনেতার সঙ্গে। কেমন ছিল বিক্রান্ত মাসি এবং হর্ষবর্ধন রেনের সঙ্গে তার শ্যুটিংয়ের অভিজ্ঞতা?
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাত্কারে অকপট তাপসী পান্নু বললেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা। ‘আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করার আগে ওরা দু’জনই খুব ভয়ে ছিল। আশা করি ওদের আমি সহজ করতে পেরেছি। ওরা বোধহয় মনে মনে ভাবছিল, কে জানে তাপসী আমাদের সঙ্গে কী করবে! আমিও খানিক ঘাবড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমার সম্পর্কে ওদের কী ধারণা। ’
আচ্ছা এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে স্বামীকে জানান কিছু তাপসী? নায়িকার সোজা সাপটা উত্তর- কাজ আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখাই পছন্দ করেন তিনি। ‘আমার পার্টনারকে কখনোই এসব বিষয়ে কিছু বলি না। আমার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে রাখি। ঠিক যেমন আমি আশা করি না, কর্মক্ষেত্রের সিদ্ধান্ত ও আমার সঙ্গে পরামর্শ করে নেবে, তেমনই আমার থেকেও একই জিনিস আশা করা উচিত ওর।
একই সাক্ষাত্কারে উপস্থিত ছিলেন বিক্রান্ত এবং হর্ষবর্ধন। তারা কীভাবে প্রফেশনাল এবং পারসোনাল লাইফ ব্যালেন্স করেন? বিক্রান্ত জানান, তার পার্টনার মাঝেমধ্যে ছবির চিত্রনাট্য পড়েন, কিন্তু তার মানে এই নয় ঘনিষ্ঠ দৃশ্যে তার মতামত নেন অভিনেতা। অন্যদিকে হর্ষবর্ধনের জবাব, তাকে যে ধরনের রোল অফার করা হয়, তাতে ঘনিষ্ঠ দৃশ্য থাকবে এমনটা ধরে নেওয়াই হয়।
এবার বড় পর্দায় আসতে চলেছে মিতালি রাজের বায়োপিক। নাম ‘সাবাস মিঠু’। পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।