পপুলার২৪নিউজ ডেস্ক:
নিছক প্রণয়ের আবেগ বা সম্পর্কের টানাপড়েন নয়। বারাসতের অনুপম সিংহ খুনের ঘটনার পিছনে রয়েছে আরও অনেক কারণ।
মঙ্গলবার বাংলাদেশ থেকে বারাসতে এসে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অনুপমের বাবা জগদীশ সিংহ। তাঁর দাবি, অনুপমকে খুন করার অন্যতম কারণ ছিল তাঁর সম্পত্তি হাতানো। আর সেই চক্রান্ত একা মনুয়ার নয়। ষড়যন্ত্রে জড়িত মনুয়ার বাবা, মা-সহ অন্য আত্মীয়রাও। এ দিন বারাসতের শেঠপুকুর ময়দানে অনুপমের স্মরণভায় এসে ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জগদীশবাবু ও তাঁর স্ত্রী কল্পনা রানি দেবী। কাঁদতে কাঁদতে জগদীশবাবু বলেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তাঁকে বলব, মনুয়ার বাবা খুব প্রভাবশালী লোক। ওদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, না হলে তারা তদন্ত প্রভাবিত করতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে আমি ছেলের খুনের বিচার চাইব।অনুপমের পরিবারের লোকদের দাবি, বিয়ের পর থেকেই অনুপমের বাড়িটি হাতাতে চেয়েছিল মনুয়া ও তার পরিবার। এ ছাড়া অনুপম-মনুয়ার বিয়ের পর বাংলাদেশের কেশবপুরে একটি অনুষ্ঠান করা হয়েছিল সেখানে প্রচুর পরিমাণ সোনা পেয়েছিল মনুয়া। অনুপমের এক আত্মীয় জানান, বউভাতের অনুষ্ঠানে প্রায় ৬০ থেকে ৭০ ভরি সোনার গয়না পেয়েছিল মনুয়া। সেগুলি বউভাতের পরের দিনই বারাসতে নিয়ে এসে ব্যাঙ্কের লকারে রেখে দেয়। সোনা ও সম্পত্তির লোভেই অনুপমকে নৃশংসভাবে খুন করেছে সে। জগদীশবাবু সরাসরি অভিযোগ করেন, এই খুনের পেছনে মনুয়ার বাবা-মা, মেসো এবং এক মামাও জড়িত রয়েছে। ২ মে রাতে নিজের বাড়িতে খুন করা হয় অনুপমকে।
৩ মে খবর পেয়ে বাংলাদেশ থেকে তাঁরা ছুটে আসেন। কিন্তু ছেলেকে দাহ করার পর মনুয়ার বাবা-মা কার্যত তাঁদের বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। আমরা থাকলে ওদের অসুবিধা হয়ে যেত। অনুপমের বাবা আরও বলেন, আমি প্রয়োজনে মনুয়ার বাবা-মা ও আত্মীয়দের নামে থানায় দ্বিতীয়বার অভিযোগ দায়ের করব। ওরাই আসল কালপ্রিট। মনুয়া ও তার পরিবার ভেবেছিল আমরা বাংলাদেশের বাসিন্দা, তাই পার পেয়ে যাবে। কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। অনুপমের মা কল্পনা রানি দেবী ছেলের ছবি জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, আমার তো সব শেষ। এদের ফাঁসি হলে কিছুটা শান্তি পাব।