অধিনায়ক হিসেবে এখনও ফুরিয়ে যাইনি: স্টিভেন স্মিথ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের কাছে ইতিমধ্যেই সিরিজের প্রথম ওয়ানডে হেরে বসে আছে অস্ট্রেলিয়া। এর আগে বাংলাদেশের কাছে টেস্ট হেরে গেছে। সুতরাং স্মিথের অধিনায়কত্ব নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মঙ্গলবার সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক মন্তব্য করেছিলেন- খেলাটা ব্যাট-বলের লড়াই নয়, খেলাটা হচ্ছে কোহলি বনাম স্মিথের ব্যাটিং মস্তিষ্কের।  সেই মস্তিষ্কের খেলায় হেরে যাচ্ছেন স্মিথ। কিন্তু অজি অধিনায়ক ঘোষণা করলেন, অধিনায়ক হিসেবে তিনি এখনও ফুরিয়ে যাননি।

বৃহস্পতিবার ইডেনে ১০০তম ওয়ানডে ম্যাচে নামার আগে অধিনায়ক হিসেবে নিজেকে প্রথম সারিতেই দেখছেন স্মিথ। ক্লার্কের কথার প্রসঙ্গ টেনে হাসি মুখে বললেন, ‘নেতা হিসেবে আমার রেকর্ড তো খুব খারাপ নয়। অধিনায়কের দায়িত্ব কাঁধে আমি মোটেও হতাশ নই। অধিনায়ক হিসেবে এখনই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলেও মনে করি না। ‘

শেষ এক বছরে স্মিথের নেতৃত্বে অষ্ট্রেলিয়ার সাফল্যের তালিকা সীমিত।

আর ব্যর্থতার তালিকা বেড়ে চলেছে। গত মাসে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে হারটা খুব পীড়া দিচ্ছে অজিদের। এছাড়া বছরের শুরুতে প্রথম টেস্ট জিতে লিড নিয়েও ভারত সফরে ২-১ সিরিজ খোঁয়ানো, নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হার তো আছেই।এতো গেল পাঁচদিনের ক্রিকেটের পরিসংখ্যান। সীমিত ওভারেও স্মিথের নেতৃত্বে দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নগামী। আইসিসির টুর্নামেন্টে অধিনায়ক স্মিথের সাফল্যের হার শূন্য! চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে ম্যাক্সওয়েল-ওয়ার্নাররা। ভারতের মাটিতে হওয়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশ করা পারফর্ম্যানস। সেবারও গ্রুপ পর্ব থেকেই বিদায়। ফলে ব্যাগ্রি গ্রিনের সাবেকরা অনেকেই স্মিথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

পরিসংখ্যান বলছে ২৬ টেস্টে ১৩টি টে জয় পেয়েছেন স্মিথ, আর ড্র করেছেন ৫ টিতে।  জয়ের হার ৫০ শতাংশ। ওয়ানডেতে ৪২ ম্যাচে ২৩ টিতে জয়।  ৮টি টি-টোয়েন্টি ম্যাচের ৪টিতে জয় পেয়েছে স্মিথের অস্ট্রেলিয়া। তবে পরিসংখ্যান নয়, সিনিয়ররা অবসর নেওয়ার পর দল হিসেবে অস্ট্রেলিয়া এখন অনেকটা গুছিয়ে উঠতে পেরেছে। তার নেতৃত্বে দল ধাপে ধাপে উন্নতি করছে এমনটাই দাবি করছেন স্মিথ।

পূর্ববর্তী নিবন্ধঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধপ্রিয়জনের গান-এ নির্ঝর চৌধুরী ও নন্দিতা