নিজস্ব প্রতিবেদক: পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ভোজ্যতেলের দামে এখন নাকানি-চুবানি খাচ্ছেন নিন্ম আয়ের মানুষ। অতীতের রেকর্ড ভেঙেছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায় থেকে ১৪০ টাকা। মোনাফালোভী ব্যবসায়ীদের দায়ী করছেন সাধারণ মানুষ ও বাজার বিশ্লেকরা। খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে দফায় দফায় বাড়ছে। দেশে ভোজ্যতেলের দাম বেড়েই চলছে। গড়েছে রেকর্ডও। গতকাল রাজধানীর কয়েকটি বাজারঘুরে দেখাগেল বাজারজাত করা এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৩৫ টাকা টাকা থেকে ১৪০ টাকা বিক্রয় হচ্ছে। আর পাঁচ লিটারের দাম ৬৩০ টাকা থেকে ৬৪০ টাকা। পরিসংখ্যান বলছে গত তিন মাসে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৩০ টাকা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত এক মাসে অন্তত তিন দফায় বোতল ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পাম অয়েলের দামও। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩২ টাকা। পাম অয়েল বিক্রি হচ্ছে ১২০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে এক বছর আগের তুলনায় বাজারে এখন সয়াবিনসহ ভোজ্যতেলের দাম ১৯ থেকে ২৪ শতাংশ বেড়েছে।
লিটারপ্রতি যে ভোজ্য তেলের দাম এক বছর আগে ছিল ৯০ থেকে ৯৫ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। দেশের ভোজ্য তেলের বাজার ৯০ শতাংশ আমদানিনিভর। এই অবস্থায় আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে অভিনব কায়দায় তেলের দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। দাম বাড়াতে ইচ্ছা করে দেরিতে বাজারে তেল সরবরাহ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রবণতা দেখা দিলে মুনাফালোভী ব্যবসায়ীরা ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দেন। আবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রবণতা দেখা দিলে ইস্যু করা সাপ্লাই অর্ডারে ভোজ্য তেল তুলতে অনীহা প্রকাশ করেন এ খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সম্প্রতি ব্যবসায়ীদের এই কূটকচাল তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বাজার মনিটর করছে। কোনো অসাধু ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে বাজারে অস্থিরতা সৃষ্টি করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্যারিফ কমিশন যে সুপারিশগুলো করেছে, তা বিবেচনায় নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।’
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রেসিডেন্ট গোলাম রহমান বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের তুলনা করলেই দামের পার্থক্য বোঝা যাবে। সরকারের উচিত অশুভ উদ্দেশ্যে ব্যবসায়ীরা তেল মজুদ করছে কি না, তা খতিয়ে দেখা। আর মনিটরিং আরো জোরদার করতে হবে। এমনিতেই করোনার কারণে অনেক মানুষ চাকরি হারিয়েছে, বেতন-ভাতা, আয় কমে গেছে। এই অবস্থায় নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেলে মানুষ আরো বিপাকে পড়বে। সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারের উচিত দ্রু পদক্ষেপ গ্রহণ করা।
বাংলাদেশের ভোজ্য তেলের বাজার আমদানিনির্ভর হওয়ায় ব্যবসায়ীরা দাম নিয়ে নানা কূটকচাল চালেন। কমিশন বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রবণতা দেখা দিলে মিলগুলো আগে ইস্যু করা সাপ্লাই অর্ডারের ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়ে নতুন সাপ্লাই অর্ডারের ভোজ্য তেল সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেয়। নতুন অর্ডারে দাম বেশি থাকে বলে বাজারে এর নেতিবাচব প্রভাব পড়ে। আবার এর উল্টো চিত্রও দেখা যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রবণতা দেখা দিলে সাপ্লাই অর্ডারের মালিকরা মিল থেকে ইস্যু করা ভোজ্য তেল উত্তোলনে অনীহা দেখান। এই অবস্থায়ও বাজারে সরবরাহ চেইনে নেতিবাচক প্রভাব পড়ে। আবার মিলগুলো রেগুলার সাপ্লাই অর্ডার ছাড়াও অনেক সময় বিশেষ সাপ্লাই অর্ডার ইস্যু করে। এতেও বাজারে সরবরাহ চেইনে সমস্যা সৃষ্টি হয়।
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করছে আমদানিকারকরা পাইকারি বাজারে প্রতিকেজি ১০৯ টাকা ও প্রতি মণ তেল ৪,৪৪০ টাকা করে বিক্রি করছি। তবে বোতলের তেলগুলো আমরা বিক্রি করি না। দাম বাড়ার জন্য আমদানিকারকও মিলমালীকদের দায়ি করছেন তিনি।
আমদানিকারক সিটি গ্রুপের পরিচালক (আইন ও নিয়ন্ত্রণবিষয়ক) বিশ্বজিৎ সাহা বলেন, আন্তর্জাতিক বাজারের ভোজ্যতেলের দাম না কমলে আমাদের দেশে কমবে না। তবে তিনি বলেন, বানিজ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম অন্য যে কোন কোম্পানির চেয়ে সিটি গ্রুপের তেলের দাম কম। রাজধানীর কারওয়ান বাজারের মুদি দোকানি রিয়াদ বলেন,
পাইকার ও তেল কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছেন। সরবরাহ কমিয়ে দিয়ে তারা বাজারে সংকট তৈরি করছে। তাছাড়া মিল মালিকরা যদি কম দামে তেল বাজারে না ছাড়েন, তাহলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কিছু করার নেই। বেশি দামে কিনলে বেশি দামেই বিক্রি করতে হবে।
রাজধানীর কারওয়ান বাজারের তেল কিনতে আশা কামাল হোসেন বলেন, আমাদের দেশে ব্যবসায়ীরা সব সময় সিন্ডিকেট করে থাকে দাম বাড়ার কথার শুনার সঙ্গে দাম বেড়ে যায়। আবার দাম কমার কথা শুনলেও দাম কমায় না। যতক্ষন পর্যন্ত গায়ের দাম থাকে সেই দামে বিক্রয় করে থাকে। দুহাই দেয় যে বেশি দামে কিনেছি। সব সময় ক্রেতারা ঠকে।