পপুলার২৪নিউজ ডেস্ক:
আগামী ২০১৭-১৮ অর্থবছরে নির্ধারিত বরাদ্দের চেয়ে ৪০০ কোটি টাকা বেশি চেয়েছে বিমান বাহিনী। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদের কাছে এয়ার কমোডর মো. আবু বকর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চাহিদাপত্র পাঠিয়েছে বিমান বাহিনী। অর্থ মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা গেছে।
চাহিদাপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রাক্কলন (অর্থ বরাদ্দের পরিকল্পনা) ২ হাজার ৯১৬ কোটি ৪৩ লাখ টাকা এবং ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ যথাক্রমে ৩ হাজার ১৩৪ কোটি ও ৩ হাজার ৩৫০ কোটি টাকার মধ্যে নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে বিমান বাহিনীর সম্পাদিত অন্যান্য চুক্তিসমূহ সচল রেখে স্টেট ক্রেডিট লোন চুক্তির কিস্তিসমূহ পরিশোধ করা বিমান বাহিনীর জন্য অত্যন্ত দুরুহ হবে পড়বে।
বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ প্রেক্ষাপটে আগামী ২০১৭-১৮ অর্থবছর হতে আকাশযান খাতে যে পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছিল সে মোতাবেক অর্থ বরাদ্দ না পাওয়া গেলে আগামী অর্থ বছরে বিমান বাহিনীর প্রাত্যহিক কার্যক্রমসহ বিমানের কিস্তি পরিশোধ সচল রাখা অসম্ভব হয়ে পড়বে।
এ বিষয়ে অর্থ বিভাগের ঊর্ধতন এক কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত একটি চাহিদাপত্র তারা পেয়েছেন।বিষয়টি পরীক্ষা-নিরীক্ষাধীন রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের ‘সরকার টু সরকার’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চু্ক্তির আওতায় বিমান বাহিনীর আধুনিকায়নে ১৬টি ‘ইয়াক-১৩০ কমব্যাট ট্রেইনার এয়ারক্রাফ্ট’ ৫টি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার এবং এমআই-১৭১ই ভিআইপি স্যলুন হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থবছরে ৫৫৭ মিলিয়ন ডলারের সমপরিমাণ আনুমানিক ৪ হাজার ৩৯২ কোটি টাকা মূল্যমানের একটি স্টেট ক্রেডিট লোন চুক্তি সম্পাদিত হয়।
চু্ক্তির আওতায় ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থ বছরে ১০ শতাংশ অগ্রিম বাবদ ৪৩৫ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। একইসঙ্গে আকাশযান সরঞ্জামাদি প্রাপ্তি সাপেক্ষে ২০১৫-১৬ অর্থ বছর হতে সুদ বাবদ অর্থ পরিশোধ করা হচ্ছে। তাছাড়া ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছর হতে সুদসহ আসল যথাক্রমে ৪০০ কোটি, ৫৬৬ কোটি এবং ৫৪৮ কোটি টাকার কিস্তি পরিশোধ করতে হবে, যা পর্যায়ক্রমে ২০২৭-২৮ অর্থবছরে শেষ হবে। তাছাড়া বিমান বাহিনীর আধুনিকায়নে ইতোমধ্যে সম্পাদিত অন্যান্য চুক্তিসমূহ সচল ও বাস্তবায়নে প্রতিবছরই বিমান বাহিনীর বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কিস্তি বাবদ পরিশোধ করতে হচ্ছে।
এছাড়া রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ঋণ চুক্তির সুদাসল বাবদ আগামী ২০১৭-১৮ অর্থ বছরে ২০১৭ সালের ১৫ অক্টোবর এবং ২০১৮ সালের ১৫ এপ্রিল ৪০০ কোটি টাকা করে পরিশোধ করতে হবে। একইসঙ্গে পর্যায়ক্রমে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে যথাক্রমে ৫৬৬ কোটি ও ৫৪৮ কোটি টাকার কিস্তি পরিশোধ করতে হবে, যা ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত চলমান থাকবে। এরুপ পরিস্থিতিতে বিমান বাহিনীর কিস্তি পরিশোধসহ দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য ২০১৭-১৮ অর্থবছর হতে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত বিমান বাহিনী ও বাহিনীসমূহের নির্ধারিত বাজেটের অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন।
এ প্রেক্ষিতে আগামী ২০১৭-১৮ অর্থবছরে সরকারের নির্ধারণ করে দেয়া বরাদ্দ থেকে ৪০০ কোটি টাকা বাড়িয়ে ৩ হাজার ৩১৬ কোটি ৪৩ লাখ করার অনুরোধ জানায় বিমান বাহিনী। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে ৫৬৬ কোটি টাকা বাড়িয়ে ৩ হাজার ৭০০ কোটি টাকা এবং ২০১৯-২০ অর্থবছরে ৫৪৮ কোটি টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৯৮ কোটি টাকা করার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।