অতিরিক্ত সময়ে গড়াল ফাইনাল, আজ নিষ্পত্তি হবে তো?

স্পোর্টস ডেস্ক:

ফেডারেশন কাপের ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা এখন অতিরিক্ত সময়ে চলছে। ময়মনসিংহ রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। ফলে এই ৩০ মিনিট খেলা সূর্যের আলোয় শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এরপরও যদি খেলায় সমতা থাকে তাহলে আরও বাড়বে বিড়ম্বনা।

বাফুফের ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী– প্রাকৃতিক বা বিশেষ কোনো ঘটনার কারণে খেলা যদি স্থগিত বা বন্ধ হয়, পরবর্তীতে সেখান থেকেই খেলা শুরু হবে। সে অনুযায়ী চলতি ম্যাচ যদি অতিরিক্ত ৩০ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়, আলোক স্বল্পতায় তাহলে খেলার বাকি অংশ অন্য দিন অনুষ্ঠিত হবে। ফেডারেশন/লিগ কমিটি সেই দিন ধার্য করবে।

আলোর স্বল্পতা বিবেচনা করেই বাফুফে ফেডারেশন কাপের ফাইনাল বিকেল পৌনে ৩টায় দিয়েছিল। যাতে অতিরিক্ত সময়, টাইব্রেকার সব কিছুই যেন সূর্যের আলোয় হয়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে কালবৈশাখী ঝড় সকল কিছু লণ্ডভণ্ড করে দেয়। খেলা বন্ধ থাকে এক ঘণ্টারও বেশি সময়। এরপর ডাগআউট টেন্ট ও ভেজা মাঠেই খেলা শুরু হয়।

ভেজা মাঠে দুই দলের কেউই স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। তবে কর্দমাক্ত মাঠে কিংসের সোহেল রানা সবচেয়ে সহজ সুযোগ মিস করেন। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে রাকিব হেড করে বল নামিয়ে দেন সোহেল রানাকে। তিনি আনমার্কড থেকেও বল পোস্টের ওপর দিয়ে মারেন। ভেজা মাঠে কিংস তুলনামূলক বেশি আক্রমণ করেছে। এক্ষেত্রে তারা কিছুটা সহায়তাও পেয়েছে। কারণ আবাহনীর বক্সে পানি তুলনামূলক কম ছিল। পক্ষান্তরে আবাহনী ম্যাচের শেষ দিকে কিংসের বক্সে গোলের সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেনি বল পানিতে আটকে যাওয়ায়।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই
পরবর্তী নিবন্ধদেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ