নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত দামে হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রির দায়ে দ্যা স্পন্দন লিমিটেড নামক এক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল (২৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দ্যা স্পন্দন লিমিটেড নামক হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠান একটি পেসমেকার (PM3562 model) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা থাকলেও তা ৫ লাখ ৪৯ হাজার টাকায় বিক্রয় করছে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ট্রিপসেটা ভাল্ব, এপিক ভাল্ব পাওয়া যায় এবং ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা সবজিপণ্য সংরক্ষণ করে রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদারকিকালে আরও দেখা যায়, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় রশিদে কার্বন কপি ব্যবহার না করে ক্রেতার নিকট থেকে ইচ্ছেমত পণ্যের মূল্য নেওয়া হচ্ছে। এই অবস্থায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযুক্ত প্রতিষ্ঠান দ্যা স্পন্দন লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫১ ধারা লঙ্ঘনের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির সব কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।