অজিদের দক্ষিণ আফ্রিকা সফর বয়কট; বাংলাদেশ সফর বয়কটের হুমকি!

অজিদের দক্ষিণ আফ্রিকা সফর বয়কট; বাংলাদেশ সফর বয়কটের হুমকি!

পপুলার২৪নিউজ ডেস্ক:ক্রিকেটে বোর্ডের সঙ্গে আর্থিক চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় গতকাল পহেলা জুলাই থেকে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। পরবর্তী করণীয় ঠিক করতে আজ রবিবার বৈঠকে বসেছিল অজি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। তবে সভায় যা সিদ্ধান্ত হয়েছে তাতে সংকট আরও বেড়ে যাবে। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন স্মিথরা।

চলতি মাসের ১২ তারিখ থেকে অজিদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ক্রিকেটারদের চাওয়া, তাদের দাবি মেনে নিয়ে এর আগেই মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) চুক্তি সাক্ষর করতে হবে বোর্ডকে। এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন বলেছেনে, ‘এটি অস্ট্রেলিয়ার ক্রিকেটে এক উদাহারণ সৃষ্টিকারী ঘটনা হতে যাচ্ছে। আমরা সকল ক্রিকেটাররা ঐক্যবদ্ধ আছি। আমাদের দাবি মেনে নিতে হবে। ‘

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেঁধে দেওয়া সময় ৩০ জুনের মধ্যে চুক্তি সাক্ষর না করায় কমপক্ষে ২৩০ জন আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়ের ক্রিকেটার বেকার হয়ে পড়েছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও স্বস্তিতে নেই। দক্ষিণ আফ্রিকা ছাড়াও সামনে বাংলাদেশ এবং ভারত সফর। এরপর ক্রিকেটের রাজকীয় লড়াই অ্যাশেজ সিরিজ। স্মিথরা বেঁকে বসলে বিকল্প দল গঠন করার সুযোগও এই মুহূর্তে অজি বোর্ডের নেই।

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র শেন ওয়াটসন বলেছেন, ‘আমরা এই সপ্তাহ থেকেই আবারও অনুশীলন শুরু করব। আমরা নিজেদের সবসময়ই প্রস্তুত রাখতে চাই। তবে এটা বলে রাখা দরকার যে, আমাদের দাবি মানা না হলে ক্রিকেটাররা বাংলাদেশ এবং ভারত সফরেও যাবে না। আশা করি বোর্ডের শুভবুদ্ধির উদয় হবে। তারা এই সংকট সমাধানে এগিয়ে আসবে। ‘

পূর্ববর্তী নিবন্ধজেএমবি প্রধান আইয়ুব বাচ্চুকে অচিরেই গ্রেফতরা করা হবে:আইজিপি
পরবর্তী নিবন্ধনাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ আগস্ট