IFRS-15 বিষয়ক আইসিএমএবি‘র কর্মশালা

পপুলার২৪নিউজ ডেস্ক:

দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ একাউন্ট্যান্টস এ গৃহীত IFRS-15 বিষয়ক কর্মশালা ডিসেম্বর ১৯, ২০১৭ইং তারিখে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইনান্সিয়াল রির্পোটিং স্ট্যান্ডার্ড কমিটির চেয়ারম্যান এম আবুল কালাম মজুমদার এফসিএমএ কর্মশালায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এ কাশেম এন্ড কোং এর পার্টনার মিস আক্তার সানজিদা কাশেম এফসিএ, এফসিএমএ। উক্ত প্রবন্ধের উপর আলোকপাত করেন গ্রামীনফোন লিমিটেডের ডেপুটি সিএফও জনাব মোস্তফা আলীম আওলাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো: মুশফিকুর রহমান এসিএমএ।

ইনস্টিটিউটের সচিব জনাব মো: আবদুর রহমান খান এফসিএমএ ধন্যবাদজ্ঞাপন বক্তব্য প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষকে রক্ষায় বিজিবির ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রথম থেকে চতুর্থ শ্রেণির প্রশ্ন ফাঁসের দায় সরকারের না:মোতাহার হোসেন