সৌদি সরকারের আমন্ত্রণে কনসার্টে গাইবেন জেমস-কনা

বিনোদন ডেস্ক:

সৌদি সরকার গেল সাত বছর ধরে আয়োজন করছে ‘রিয়াদ সিজন’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা। এতে বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা সেগমেন্টে অংশ নিতে হাজির হন নানা দেশের তারকারা। উপস্থিত হন বিনোদনপ্রেমীরা।

এবার অনুষ্টিত হচ্ছে সৌদির দাম্মাম শহরে। আয়োজনের নাম রাখা হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

জানা গেছে, দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এ আয়োজন। প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে। ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ। কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালাসহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট।

কনসার্টে গাইবেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। তার সঙ্গে যাচ্ছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাও। আরও যাবেন ইমরান, মিলাসহ কয়েকজন।

এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে গান গাইতে গিয়েছিলেন তিনি। গত বছর ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিয়েছেন সংগীতের এ তারকা। সেই কনসার্টে তার আগমনে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠেছিল কানায় কানায় পূর্ণ। সেই ধারাবাহিকতায় এবার আবারও নিজের দল ‘নগরবাউল’ নিয়ে দেশটিতে গান শোনাতে যাচ্ছেন এ সংগীত তারকা।

জানা গেছে, ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

ইতোমধ্যে কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা। কনসার্টে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন জেমস। তিনি বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর গুজব শুনে অভিনেতা বললেন, ‘আমি জীবিত’
পরবর্তী নিবন্ধবাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা