স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম টেস্টে মোটামুটি ভালো শুরু করেছে জিম্বাবুয়ে। আজ সোমবার প্রথম দিনে ২৮ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৮৯ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে সফরকারীরা। এই সেশনে বাংলাদেশের পাঁচজন বোলিং করলেও সফলতা পেয়েছেন দুইজন- তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলাম।
আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রত্যাশা ছিল, শুরুর দিকেই জিম্বাবুয়েকে চেপে ধরবে বাংলাদেশ। তবে সেটি পারেনি স্বাগতিকরা। আবার উইকেট পেতে ১০ ওভারের বেশিও অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের।
ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন সদ্য অভিষেক হওয়া পেসার তানজিম হাসান সাকিব। অফসাইডে এক্সট্রা বাউন্স দিয়ে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটকে (৩৩ বলে ২১) উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তানজিম। ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
চট্টগ্রামে বোলিংয়ে এসেই শিকার ধরেছেন তাইজুল। ইনিংসের ১৯তম ওভারে দুর্দান্ত এক ডেলিবারিতে উইকেটে সেট হওয়া জিম্বাবুয়ে ওপেনার বেন কারেনকে বোল্ড করেছেন তিনি। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফেরত যান কারেন। দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
এরপর নিকোলাস ওয়েলচ ৩২ আর শন উইলিয়ামস ৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যান।