অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা সাবেক ব্রাজিল কোচ তিতের

স্পোর্টস ডেস্ক:

আর কত! দীর্ঘ ৩৪ বছর ধরে ফুটবলারদের কোচিং করিয়ে ক্লান্ত-শ্রান্ত তিতে এই দুটি শব্দ দিয়েই জানিয়ে দিলেন, তার কাছে দেওয়ার মতো আর কিছু নেই। অনেক তো দিয়েছেন ফুটবলকে, এবার সময় হয়েছে নিজের মন এবং শরীরকে কিছু দেওয়ার।

সেই ১৯৯০ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত, ২০টি ফুটবল টিমকে কোচিং করিয়েছিলেন তিতে। তার অধীনে রাশিয়া ও কাতার বিশ্বকাপ খেলেছে ব্রাজিল। এছাড়া ব্রাজিলের অনেক সুপরিচিত ও নামী ক্লাবগুলোতে কাজ করেছেন এই ব্রাজিলিয়ান।

এখন আর শরীরে কুলোয় না। মনে আগের মতো আগ্রহ, আর শরীরে আগের মতো শক্তি নেই। তাই অনির্দিষ্টকালের জন্য কোচিং পেশা থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিতে। সাবেক ব্রাজিল কোচ বলেছেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত।

গত মঙ্গলবার ছেলে মাতেউস বাচির ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করা হয়। সেখানেই নিজের সিদ্ধান্ত জানান তিতে।

পোস্টে তিতে লেখেন, ‘আমি বুঝতে পেরেছি কিছু সময়ে একজন মানুষ হিসেবে আমাদের স্বীকার করতে হয় যে আমরা দুর্বল হতে পারি। আর সেই স্বীকারোক্তিই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।’

তিনি বলেন, ‘আমি আমার কাজের প্রতি ভীষণ অনুরাগী এবং সেই অনুভূতি সবসময় থাকবে। কিন্তু পরিবারের সঙ্গে কথা বলার পর এবং আমার শরীরের নানা সংকেত পর্যবেক্ষণ করে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন ক্যারিয়ার থেকে বিরতি নেওয়াই সবচেয়ে ভালো হবে, যতদিন লাগুক নিজেকে ঠিক করে তোলার জন্য।’

৬৩ বছর বয়সী এই কোচ ২০১৯ সালে ব্রাজিলকে কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছিলেন। গত আগস্টে হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। পরের মাসেই ফ্ল্যামেঙ্গো ক্লাব থেকে তাকে বরখাস্ত করা হয় এবং সম্প্রতি ব্রাজিলিয়ান আরেক ক্লাব করিন্থিয়ান্সের দায়িত্ব নেওয়ার আলোচনা চলছিল তার।

তিতে বলেন, ‘অনেকেই জানেন, করিন্থিয়ান্সের সঙ্গে একটি আলোচনা চলছিল। কিন্তু এটি এখন স্থগিত রাখতে হবে, কঠিন হলেও প্রয়োজনীয় এই সিদ্ধান্তের কারণে।’

২০২২ বিশ্বকাপে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর তিতে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান। এর আগে তিনি গ্রেমিও, আতলেটিকো মিনেইরো এবং পালমেইরাসসহ বেশ কয়েকটি ব্রাজিলিয়ান ক্লাবের কোচ ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরানা প্লাজা ট্র্যাজেডি : এক যুগেও মেলেনি বিচার
পরবর্তী নিবন্ধফের পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা ভারতের