কেন মাঠে রেগে আগুন হলেন হামজা

স্পোর্টস ডেস্ক

সোমবার ই্ংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে বার্নলির মুখোমুখি হয়েছিল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে হামজা চৌধুরীর দল হেরে যায় ২-১ ব্যবধানে। এতে দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগে পদোন্নতি হয় বার্নলির। অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে পারবে বার্নলি।

অন্যদিকে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হারায় শেফিল্ড। ইংলিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোাগিতায় যেতে হলে হামজাদের এখন প্লে-অফের চ্যাম্পিয়ন হতে হবে।

বার্নলির মাঠ টার্ফ মুরে হতাশাজনক হারের পর বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হন হামজা। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশোভন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা।

কী ঘটেছিল সেখানে? বাংলাদেশী ফুটবলভক্তদের মনে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। যদিও ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানা যায়নি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ম্যাচ শেষে বার্নলির দর্শকরা আনন্দে টার্ফ মুরের পিচে নেমে আসেন। কিছু সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ওই সময় কিছু খেলোয়াড়কেও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়। হামজা চৌধুরী স্কাই ক্যামেরায় উত্তেজনাপূর্ণ অবস্থায় ধরা পড়েন। ধারণা করা হচ্ছে, বার্নলির সিজে ইগান-রাইলি তাকে উসকে দিয়েছিলেন।

হামজা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, তাতে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের। এক পর্যায়ে টেনে হামজাকে টানেলে ভেতর নিয়ে যাওয়া হয়। তখনও বার্নলির খেলোয়াড়রা উদযাপন চালিয়ে যাচ্ছিলেন।

অন্য এক ফুটেজে দেখা যায়, কিছু দর্শক সাবেক লেস্টার সিটির এই খেলোয়াড়ের মুখোমুখি হয়ে যাচ্ছেন।

শেফিল্ডের কোচ নেজার ক্রিস উইল্ডার বলেন, ‘আমাদের রেফারি আগেই বলেছিলেন যে মাঠে আমাদের ঘিরে নিরাপত্তাপ্রহরী থাকবে। কিন্তু মনে হলো তারা যেন হঠাৎ গায়েব হয়ে গেল। শেষ দিকে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল, লোকজন এসে যা খুশি তাই করছিল।’

সোমবার বার্নলির পক্ষে দুটি গোলই করেন জোশ ব্রাউনহিল। ২৮ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের উচ্ছ্বসিত করেন তিনি।

৩৭ মিনিটে শেফিল্ডকে সমতায় ফেরান থমাস ক্যানন। বিরতির আগেই আবারও লিড নেয় বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাউনহিল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি হামজারা।

পূর্ববর্তী নিবন্ধ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
পরবর্তী নিবন্ধস্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন জয়