গিল-সুদর্শন-বাটলারের ঝড়ে কলকাতার বিপক্ষে বিশাল পুঁজি গুজরাটের

স্পোর্টস ডেস্ক:

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক আজিঙ্কা টস জিতে ব্যাটিং না নিয়ে যে ভুল করেছেন, সেটি কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দিয়েছেন গুজরাট টাইটানসের শুবমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার।

সোমবার কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তিন ব্যাটারের ঝড়ে ৩ উইকেটে ১৯৮ রান করেছে গুজরাট। অর্থাৎ জিততে হলে কলকাতাকে করতে হবে ১৯৯ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭৫ বলে ১১৪ রান তোলেন গিল ও সুদর্শন। ৩৬ বলে ৫২ রানের (৬ চার ১ ছক্কা) মারকুটে ইনিংস খেলে সুদর্শন আউট হলে জুটি ভাঙে।

দ্বিতীয় উইকেটে বাটলারকে নিয়ে ৩৩ বলে ৫৮ রানের জুটি করেন গিল। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বলে ৯০ রান (১০ চার ৩ ছক্কায়) করে সাজঘরে ফেরত যান গুজরাট অধিনায়ক।

শেষদিকে পুঁজি বাড়িয়ে নিতে অবদান রাখেন বাটলার। ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন ডানহাতি ইংলিশ ব্যাটার। ৫ বলে ১১ রানের অবদান শাহরুখ খানের।

কলকাতার হয়ে একটি করে উইকেট শিকার করেন বৈভব অরোরা, আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর উপজেলা পরিষদের ক্রিড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধময়মনসিংহে মুখোমুখি আবাহনী-কিংস