আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোন।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় মোহাম্মদপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ হয়।

মিছিলপূর্ব সমাবেশে আকরাম হুসেইন বলেন, গণঅভ্যুত্থানের আট মাস পরেও এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়নি। যা খুবই দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা করা হচ্ছে। যা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ গাদ্দারি।

তিনি বলেন, একটি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই সন্ত্রাসী সংগঠনের কোনো প্রকার পুনর্বাসনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র-জনতা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আকরাম হুসেইন আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।‌ এজন্য সংস্কারের বিকল্প নেই। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই শুধু অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। এর অন্যথা হলে আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে।

কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন না; এটি একটি ফ্যাসিবাদী ও মাফিয়া দল। যারাই এখন এই দলকে নতুন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার প্রয়াস চালাচ্ছেন, তাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে জনরায় ঘোষিত হয়েছে ৩৬ জুলাইয়ে।

এম এম শোয়াইব বলেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করাই ছিল তাদের সাংগঠনিক কার্যক্রম। বিষের যেমন ভালো বিষ বা খারাপ বিষ বলে কিছু নেই তেমনই আওয়ামী লীগেরও ভালো লীগ বা মন্দ লীগ বলে কিছু নেই। তাদের একটাই পরিচয় গণহত্যাকারী লীগ। অবিলম্বে তাদের সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং দল হিসেবে তাদের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুসফিক উস সালেহীন, আলাউদ্দিন মোহাম্মদ, মুশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য মীর হাবীব আল মানজুর, রফিকুল ইসলাম ও এনসিপি মোহাম্মদপুর জোনের নেতারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে শিয়া মসজিদ হয়ে আদাবর থানার সামনে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধসবার আইন না মানার প্রবণতা আছে: রাজউক চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের