স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন। তবে টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন। এক ফরম্যাটে খেলছেন না বলে কেউ কেউ সন্দেহ করেছিলেন, দুই তারকা ক্রিকেটারকে চলতি মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা নাও হতে পারে।
সে ভক্তদের সন্দেহ দূর করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। রোহিত ও কোহলিকে সর্বোচ্চ বেতনের ক্যাটাগরিতে রেখেই নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
এ দুজনের সঙ্গে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাও। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে চুক্তিতে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রবিচন্দ্রন অশ্বিন এবার তালিকায় নেই। শ্রেয়াস আইয়ার গতবার বাদ পড়লেও এবার আবার বি ক্যাটাগরিতে ফিরেছেন।
এই কেন্দ্রীয় চুক্তি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। কারা কোন ক্যাটাগরিতে চুক্তিতে জায়গা পেলেন, নিচে বিস্তারিত দেওয়া হলো।
এ+ ক্যাটাগরি: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
এ ক্যাটাগরি: মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহম্মদ শামি, রিশাভ পান্ত
বি ক্যাটাগরি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জসওয়াল, শ্রেয়াস আইয়ার
সি ক্যাটাগরি: রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদিপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
ভক্তদের কৌতূহল, কোন ক্যাটাগরির ক্রিকেটাররা কত টাকা বেতন সেটি জানার। সেই কৌতূহল মেটাতে ক্যাটাগরি অনুসারে ক্রিকেটারদের বেতনের পরিমাণও নিচে দেওয়া হলো।
ক্যাটাগরি ও বেতন (মাসিক)
ক্যাটাগরি-এ+ : ৭ কোটি
ক্যাটাগরি-এ: ৫ কোটি
ক্যাটাগরি-বি: ৩ কোটি
ক্যাটাগরি-সি: ১ কোটি