বিনোদন ডেস্ক:
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। এটি মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় ছিল। মুক্তির পর দর্শকরা সিনেমাটি পছন্দ করেছেন। অনেক চলচ্চিত্র বোদ্ধারাও ‘বরবাদ’ সিনেমাটির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়া এটি নিয়ে এখনো আলোচনা হচ্ছে।
এবার এক সময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানি শাকিব খানের ‘রববাদ’ সিনেমা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘এবার ঈদে “বরবাদ” বাম্পার হিট এটা অস্বীকার করার কোন কারণ নেই। এবং অন্য ছবি সুপার হিট, হিট, ফ্লপ সেটাও অস্বীকার করার কোনো কারণ নেই, ভালোটা প্রশংসা করতেই হবে। আমি বলছি অন্য কথা, হিসাব আমরা যা দেখছি এভাবে যদি কলের পানির মতো টাকা আসতো তাহলে আমরা বসে থাকতাম না। ছবি বানাতাম, আমাদের ও প্রোডাকশন ছিল ছবি ও বাম্পার হয়েছে সবাই জানে। তার সাথে সাথে কেউ যদি প্রশংসা করে কিংবা সমালোচনা করে তাকে হুমকি দিতে হবে এটা ঠিক না।’
ওমর সানি আরও বলেন, ‘প্রশংসা করলেও বিপদ। অন্য আরেকজন এসে বলবে আপনি প্রশংসা করলেন কেন? প্রশংসাও করতে হবে সমালোচনা করতে হবে। এক সাথে কাজ করতে হবে, হুমকি দিয়ে কোনো লাভ নেই। এগুলো শুনতে আর ভালো লাগে না। হিসাব দেবার কিছু নাই। পরবর্তী ছবির প্লান করেন চলচ্চিত্রের মানুষ কাজ পাক সেটা আমরা চাই, বাম্পারহিট শুনতে চাই সুপারহিট শুনতে চাই হিট শুনতে চাই ফ্লপ শব্দটার শুনতে চাই না, শুনতে চাই এই টাকা দে ছবি বানাই।’
এদিকে আগামী আজ (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে ও আগামীকাল (১৯ এপ্রিল) কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে।
এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।
পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। এরই মধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস।
আজ (১৮ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।
আগামীকাল (১৯ এপ্রিল) কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো- এ তিন শহরে সিনেমাটি চলবে। ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল।
প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার। সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।