বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির ‘ডেডপুল অ্যান্ড ওলভারিন’ সিনেমাটি। সিরিজটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিনেমা ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। রায়ান রেনোল্ডস ও হিউ জ্যাকম্যানের মতো দুই সুপারস্টারকে দেখা গেছে এই ছবিতে।
বহুল প্রতীক্ষিত এই টিম-আপে আর-রেটেড অ্যাকশন ও কমেডির এক দুর্দান্ত মিশেল দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি।
২০০০ সালে এক্স-মেন দিয়ে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজিটি মাঝেমধ্যে ‘ডেইজ অব ফিউচার পাস্ট’-র মতো মাস্টারপিস ছবিও উপহার দিয়েছে। আবার ‘ডার্ক ফনিক্স’ ছবি দিয়ে চূড়ান্ত হতাশাও দিয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে এবার ‘ডেডপুল অ্যান্ড ওলভারিন’ নতুন করে প্রাণ ফিরিয়েছে মিউট্যান্টদের দুনিয়ায়।
হিউ জ্যাকম্যানের ওলভারিন এবং রায়ান রেনোল্ডসের ডেডপুলের দুর্দান্ত কেমিস্ট্রি চমকপ্রদ মাল্টিভার্স প্লট ও হাস্যরসের দারুণ সংমিশ্রণ এই সিনেমাটিকে বারবার দেখার উপযোগী করে তুলেছে। বিশ্বজুড়ে লাখো ভক্ত সিনেমা হলে একাধিকবার উপভোগ করেছেন এই সিনেমা। যার ফলে এটি এক্স-মেন ইউনিভার্সের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে এটি।
ছবির টিম বলছে, আয়ের এই রেকর্ড কেবল সাফল্যের মাইলফলকই নয় বরং এটি প্রমাণ করেছে এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির গৌরব ফুরিয়ে যায়নি।