সানির ‘জাট’ মুক্তির ১ সপ্তাহ, কেমন আয় করছে সিনেমাটি

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সানি দেওলকে ‘গদর-২’ সিনেমার পর আবারও পর্দায় দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন। সেই প্রত্যাশা পূরণ করতেই ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা ‘জাট’। সানির এ সিনেমাটিও বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছে। তবে ‘জাট’ তার আগের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গদর ২’-এর মতো ব্যাপক সাড়া ফেলতে পারেনি। স্যাকনিল্ক.কম-এর সবশেষ তথ্য মতে অনুযায়ী, ‘জাট’ বক্স অফিসে ৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি টাকারও বেশি।

স্যাকনিল্ক.কম-এর প্রাথমিক অনুমান অনুযায়ী, এ সপ্তাহের মধ্যে ‘জাট’ বক্স অফিসে ৫৬.৮১ কোটি রুপি আয় করেছে। বুধবার (১৬ এপ্রিল) সিনেমার আয় ছিল ৩.৩১ কোটি রুপি। সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আগের কয়েক দিনের তুলনায় এ সিনোমর আয় কিছুটা কমেছে, তবে এটি অবাক করার মতো কোনো ঘটনা নয়। কারণ ‘জাট’ মুক্তির দিন আয় করেছিল ৯.৫ কোটি টাকা এবং গত রোববার সিনেমাটি সর্বোচ্চ ১৪ কোটি রুপি ঘরে তুলেছিল।

এদিকে মঙ্গলবার সিনেমাটির আয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে ভারতের বক্স অফিসে ‘জাট’ ১০০ কোটি রুপি ছাড়াতে পারবে কিনা তা নির্ভর করছে আগামী দিনগুলোতে সিনেমাটি কতটা ভালো ব্যবসা করবে তার উপর।

ভারতীয় বক্স অফিসে সিনেমা মুক্তির চাপ নিয়ে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলিউড লাইফকে সানি বলেছিলেন, ‘চাপ? আমি কখনোই জীবনে কোনো চাপ নিই না। কিন্তু আজকের যুগে, চাপ না নিলেও কেউ এমনভাবে চাপ দিয়ে দেয় যে চাপ নিতে হয়! কারণ এত আলোচনা শুরু হয়ে যায় যে এই সংখ্যা, সেই সংখ্যা! মানুষ চিন্তিত হয়ে পড়ে।’

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সিনেমার পর্যালোচনাতে বলা হয়েছে ‘সামগ্রিকভাবে, “জাট” আরও একবার প্রমাণ করে যে বড় পর্দার সিনেমা দেখার অভিজ্ঞতাই আসলে অনন্য। কিছু সিনেমা অন্ধকার থিয়েটারে সারাউন্ড সাউন্ডের সঙ্গে দেখতে আরও ভালো লাগে। এটা আরও প্রমাণ করে যে শক্তিশালী বিনোদনের মান ন্যারেটিভের ত্রুটিগুলিকে আরও মসৃণ করতে সাহায্য করতে পারে। আর এটি সিনেমায় একটি দারুণ সময়।’ সানি দেওলের অনুরাগীরা মনে করছেন ‘জাট’ ধীরে ধীরে আরও জনপ্রিয়তা লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার পরিবেশনের অভিযোগ
পরবর্তী নিবন্ধশর্বরীই কি হচ্ছেন ‘ডন-৩’র নায়িকা