শ্বশুরের প্রভাবে দলে জায়গা দখলের অভিযোগ, কঠোর প্রতিবাদ শাদাবের

স্পোর্টস ডেস্ক

শ্বশুর সাকলায়েন মুশতাকের প্রভাবে পাকিস্তান দলে জায়গা দখল করেছেন, অনেকদিন ধরেই নিজের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে আসছিলেন শাদাব খান। এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের লেগস্পিন অলরাউন্ডার। কঠিন প্রতিবাদ করে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারে যা অর্জন করেছেন তা নিজের যোগ্যতা আর পারফরম্যান্স দিয়েই।

গত মৌসুমের একটা সময় মনে হচ্ছিল, শাদাব হয়তো আর পাকিস্তান দলে ফিরতে পারবেন না। কারণ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে রাখা হয়নি। কিন্তু সবাইকে অবাক করে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরে আসেন এ লেগি। তাও আবার সহ-অধিনায়ক হয়ে!

এরপর থেকেই গুজব ছড়ায়, সাকলায়েন মুশতাকের সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণেই দলে ঢোকার সুযোগ পেয়েছেন শাদাব।

রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন শাদাব।

২০২৩ সালের জানুয়ারিতে সাকলায়েনের মেয়ে মালাইকা সাকলায়েনকে বিয়ে করেন শাদাব। তিনি যুক্তি দেখান, সাকলায়েনের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক মাত্র দুই বছরের। অথচ তার আন্তর্জাতিক ক্যারিয়ার ৭ বছরের। অর্থাৎ এর আগে নিজের যোগ্যতা দিয়েই পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন তিনি। এখনও তার ব্যতিক্রম নয়।

শাদাব বলেন, ‘এমন কথা শোনা খুব হতাশাজনক ও কষ্টদায়ক। কারণ আমার ক্যারিয়ার প্রায় ৭ বছরের। পাকিস্তানের হয়ে আমি অনেক ভালো পারফরম্যান্স করেছি। হ্যাঁ, আমি সাকলাইন মুশতাক থেকে অনেক কিছু শিখছি কারণ ওনার শক্তিশালী কোচিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, তিনি আমাকে কোনও বিশেষ সুবিধা দিচ্ছেন।’

২৬ বছর বয়সী এ তারকা আরও বলেন, ‘যখন বারবার সাকলাইনের নাম টেনে আনা হয়, তখন সত্যিই কষ্ট লাগে। আমি নিজের বোলিং উন্নত করার চেষ্টা করছি। কারণ আমি বিশ্বাস করি, ব্যাটসম্যানের চেয়ে বোলার হিসেবে দলে বেশি অবদান রাখতে পারি।’

গত বছর জাতীয় দলের জন্য পাঁচজন মেন্টর নিয়োগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের মধ্যে অন্যতম সাবেক কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। এক পর্যায়ে হেড কোচের দায়িত্বও পালন করেন সাকলায়েন। কাজ করছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গেও।

সমালোকদের ঘোরতর অভিযোগ আনার রসদ নিজেই জোগাড় করে দিয়েছেন শাদাব। আকস্মিকভাবে দলে ফিরলেও পারফরম্যান্সে কোনো চমকই দেখাতে পারেননি তিনি। হয়েছেন পুরোপুরি ব্যর্থ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৩ রান খরচা করে মাত্র ১ উইকেট পান শাদাব। চার ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন মাত্র ২৮ রান, গড় ১৪.৫০। সিরিজে পাকিস্তান হারে ৪-১ ব্যবধানে।

আজ শুক্রবার শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন শাদাব। গেল মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ব্যাট হাতে ৩০৫ রান, বল হাতে ১৪ উইকেট হন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। এই সাফল্যের মাধ্যমে ইসলামাবাদ পিএসএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে।

শিরোপা ধরে রাখাই লড়াইয়ে আজ ইসলামাবাদের প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে ১০তম আসরের উদ্বোধনী ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক!
পরবর্তী নিবন্ধকার জন্য ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা