মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাড়ীর তিনটি শরিকের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকাল ৩টায় উপজেলা বাটিকামারী ইউনিয়ন কহলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে রান্না ঘর থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রেনে আসলেও ততক্ষনে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে, একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালানোর অবস্থায় মুকসুদপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ১টি টিম ও স্থানীয়দের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা পান্নু মাতুব্বর বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ফায়ার সার্ভিসের টিম পৌঁছাতে আগুনে সব পুড়ে যায়।ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান খান জানান, ফায়ারসার্ভিসের ১টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে ৪টি ঘর পুড়ে গিয়েছে ক্ষয়খতি পরিমান ৩ থেকে ৫লাখ টাকা।ক্ষতিগ্রস্ত হয়েছে সাহেব মোল্যা ২টা ঘর জুয়েল মোল্যা ১টা চান্দু মোল্যা ১টাঘর ।