বিনোদন ডেস্ক:
সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে যায়। তেমনি বদলে গেছে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সানি দেওলের সম্পর্ক। ‘ডর’ সিনেমার পর দীর্ঘ ১৬ বছর কিং খানের সঙ্গে কথা পর্যন্ত বলেননি সানি দেওল। শোনা যাচ্ছে, এবার সেই শাহরুখের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতে চলেছেন সানি। এমনই ইচ্ছে প্রকাশ করেছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল।
কিছুদিন আগে আবারও মুক্তি পেয়েছে শাহরুখ খান ও সনি দেওলের সিনেমা ‘ডর’। যেটি কিনা বেশ ভালো সাড়া ফেলেছে। এবার সনি দেওল তার আসন্ন সিনেমা ‘জাট’ নিয়ে আলোচনায় রয়েছেন। সেই সিনেমারই একটি অনুষ্ঠানে, সানি দেওলকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা ইঙ্গিত দেন যে তারা শিগগির আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন। ‘ডর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ৩০ বছর আর একসঙ্গে কাজ করেননি তারা।
যখন সানি দেওলকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও ‘ডাবল হিরো’ সিনেমাতে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা বলেন- এটা তিনি ঠিক করার কেউ নন। তবে যদি এমন প্রস্তাব আসে, তাহলে তিনি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন। তার ভাষ্য, ‘আমি তো শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি, তো আরেকটা করতে চাইব। এটা হলে ভালোই হবে। কারণ, তখন অন্যরকম সময় ছিল, এখন সময় বদলেছে। তাই এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি।’
সানি দেওল ইঙ্গিত করেন যে সেই সময়ের চলচ্চিত্র নির্মাতারা কতটা সৃজনশীল ছিলেন এবং নতুন নতুন জিনিস তৈরির চেষ্টা করতেন। সানি দেওল বলেন যে, ‘আজকের সময়ে সবকিছু তার ইচ্ছামতো হচ্ছে না। আগে, আমাদের পরিচালকদের পুরো বিষয়টির উপর নিয়ন্ত্রণ ছিল। আজ আমাদের পরিচালকদের তেমন নিয়ন্ত্রণ নেই, এবং গল্পগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে না যা অভিনেতাদের চিত্রকে ন্যায্যতা দেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।’
বলিউডের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সানি দেওল বলেন যে, একজন বড় অভিনেতার সঙ্গে সিনেমা তৈরি করলেই যে সিনেমা হিট হবে, তার গ্যারান্টি নেই। সানি দেওল হেসে বলেন, ‘আপনার কীই বা করার থাকে, যদি আপনার সিনেমায় অনেক তারকা থাকে, কিন্তু গল্পে কোনো বিশেষত্ব না থাকে?’
অভিনেতা বলেছেন যে, সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রি ক্রমাগত এগিয়ে গেছে, এক সময় ছিল যখন একক নায়কের সিনেমা চলত, কিন্তু এক সময়ের পরে দর্শকরা তাতে বিরক্ত হয়ে পড়েছে। এরপরে অনেক তারকাকে নিয়ে সিনেমা বানানোরও প্রচলর দেখা যায়।
নিউজ ডেস্ক:
সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানি করবে সরকার। প্রতি কেজি চালের দাম পড়বে ৫০ টাকা ৮১ পয়সা।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার জন্য এ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ে মোট ব্যয় হবে ২৫৪ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকা।
বৈঠক সূত্র জানা গেছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ করে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস হতে ৯ লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।
এরইমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল এবং জি টু জি পদ্ধতিতে মিয়ানমার থেকে ১ লাখ টন, পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে ১ লাখ টন আতপ চালসহ মোট ৭ লাখ টন চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানির লক্ষ্যে চুক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন। চুক্তির বিপরীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ ৩৯ হাজার ৮০৬ টন এবং জি টু জি ভিত্তিতে ২ লাখ ২৯ হাজার ৫০০ টন চাল চট্রগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছেছে।
এরমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৭৫ টন এবং জি টু জি ভিত্তিতে ২ লাখ ৭ হাজার ৫৩৯ টন চাল সরকারি সংরক্ষণাগারে পাওয়া গেছে। এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং জি টু জি পদ্ধতিতে আরও চাল আমদানির কার্যক্রম চলমান রয়েছে।
সূত্রটি জানিয়েছে, চাল আমদানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য অধিদপ্তর থেকে চাল ক্রয়ের জন্য গত ১২ মার্চ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে মোট ১২ সরবরাহকারী দরপত্র দলিল সংগ্রহ করলেও ৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়।
এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতি টন চালের দাম ৪১৬.৪৪ ডলার উল্লেখ করায় দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির নাম সুপারিশ করে, যা উৎস দেশগুলোর গড় দর (৪৪৪.৯১ ডলার) অপেক্ষা ২৮.৪৭ ডলার কম।
এছাড়া মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের দেওয়া দর বাংলাদেশের বন্দর পর্যন্ত প্রতি টন ৪১৬.৪৪ ডলার, যা বাজার দর যাচাই কমিটির প্রাক্কলিত দরের চেয়ে কম। এ কারণে এই দর গ্রহণের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করে।
এর পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
প্রতি টন ৪১৬.৪৪ ডলার হিসেবে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের জন্য প্রয়োজন হবে ২ কোটি ৮ লাখ ২২ হাজার ডলার। অর্থাৎ গত ২৭ মার্চ তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ডলারের বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা (সম্ভাব্য) হিসেবে ২৫৪ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকার প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রতি কেজির দাম পড়বে ৫০ টাকা ৮১ পয়সা।
সূত্রটি জানিয়েছে, মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে চট্রগ্রাম ও মংলা বন্দরের জন্য ৬০:৪০ অনুপাতে কস্ট ইন্সুরেন্স ফ্রেইট-লাইনার আউট (সিআইএফ-এলও) টার্মে (প্রযোজ্য ক্ষেত্রে সিডি ভ্যাট ব্যতীত) প্রতি টন ৪১৬.৪৪ ডলার হিসেবে ২ কোটি ৮ লাখ ২২ হাজার ডলারে এই ৫০ হাজার টন (৫%) নন বাসমতি সেদ্ধ চাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।