ছাতকে পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে রাজনৈতিক মামলায় ১জন ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত ১জন আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাজনৈতিক মামলার আসামি তারেক আহমেদ উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আজমান আলীর পুত্র এবং উত্তর খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক।

অপর আসামি রমজান আলী (৩৫) দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিপুর গ্রামের কালা মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদেরকে আদায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগৃহকর্মী হয়ে ঘরে ঢুকেছে গুপ্তচর, সন্দেহ পরীমনির
পরবর্তী নিবন্ধওয়াকফ বিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিক্ষোভ