বিনোদন ডেস্ক:
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশি পরিচালকদের হাত ধরে কালে কালে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে। অবশ্য তার সবই ভারতে। দেশটিতে বলিউড, দক্ষিণ ভারতের সিনেমা ও কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত কিছু সিনেমায় বেশ গুরুত্ব সহকারে জায়গা করে নিয়েছে মুক্তিযুদ্ধ। কোনোটি আবার গল্প প্রসঙ্গে এনেছে মুক্তিযুদ্ধ। অনেক ছবি আবার বিকৃত তথ্যের জন্য বিতর্কিতও হয়েছে। জেনে নেয়া যাক সেইসব সিনেমার গল্প-
১৯৭১
এ সিনেমাটি বলিউডে মুক্তি পায় ২০০৭ সালে। অমৃত সাগর পরিচালিত এ সিনেমায় পাকিস্তানের কারাগারে বন্দি ছয় ভারতীয় সৈন্যের পালিয়ে ভারতে আসার গল্প বলা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে লড়তে আসা ছয় ভারতীয় সৈনিক বন্দি হয় পাকিস্তানি বাহিনীর হাতে। ছয় বছর কারাবন্দি থাকার পর ১৯৭৭ সালে জেল পালিয়ে স্বদেশে ফিরে আসেন তারা। এমনই এক চমকপ্রদ গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন মনোজ বাজপায়ী, রবি কিষান, কুমুদ মিশ্র, মানব কউল, দীপক দব্রিয়াল, পীযূষ মিশ্র প্রমুখ। ২০০৭ সালের সেরা সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ‘১৯৭১’। ছবিটি বাংলাদেশের দর্শকের কাছেও বেশ সমাদৃত।
১৬ ডিসেম্বর
২০০২ মুক্তি পাওয়া সিনেমাটি বলিউড অ্যাকশন স্পাই থ্রিলার। এটি পরিচালনা করেন মনি শঙ্কর। এতে অভিনয় করেন ড্যানি ডেনজংপা, গুলশান গ্রোভার, মিলিন্দ সোমান, দীপান্বিতা শর্মা, সুশান্ত সিং প্রমুখ। সেখানে দেখানো হয় ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী পরাজয় বরণ করে নেয় ভারতীয় সেনাবাহিনীর কাছে। একাত্তরে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর কিছু সদস্য পরাজয়ের অপমান ভুলতে না পেরে ‘কালাখানজার’ নামের একটি অপরাধ চক্র গড়ে তোলে। ভারতে এ দলটি গোপনে মানি লন্ডারিংসহ নানা অনৈতিক কাজ চালিয়ে যায়। ভারতীয় গোয়েন্দা বাহিনীর চার সদস্যকে দেয়া হয় ‘কালা খানজার’ ধ্বংস করে দেয়ার মিশন। ঘটনাচক্রে ২০০১ সালের ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে একটি জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করে ‘কালা খানজার’। ১৯৭১ সালের সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরাজয়ের দিনটির কথা মাথায় রেখেই এই তারিখ নির্ধারণ করে তারা।
দ্য গাজী অ্যাটাক
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ভারত ও পাকিস্তান বাহিনীর নৌ-যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য গাজী অ্যাটাক’। করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্ম প্রডাকশন’-এর ব্যানারে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন রানা, অতুল কুলকার্নি, তাপসী পান্নু, কে কে মেনন প্রমুখ। বিজয় নিশ্চিত হওয়ার অল্প কিছুদিন আগে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বঙ্গোপসাগরে রহস্যজনকভাবে হারিয়ে যায় পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজী। গাজীর চেয়ে কম শক্তিসম্পন্ন ‘আইএনএস রাজপুত’ দিয়ে শক্তিশালী এ সাবমেরিন ডুবিয়ে দেয়ার গল্পই উঠে এসেছে সিনেমাটিতে। এখানে বাংলাদেশি শরণার্থী নারী চরিত্রে অভিনয় করেছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী তাপসী পান্নু। এ সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পায়।
শ্যাম বাহাদুর
ভারতের মাত্র দুজন সামরিক কর্মকর্তার একজন শ্যাম মানেকশ যিনি সর্বোচ্চ সামরিক পদবি ফিল্ড মার্শাল অর্জন করেছেন। তিনি মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধও অন্তর্ভুক্ত ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বলিউডের সিনেমা ‘শ্যাম বাহাদুর’। যেটি নির্মাণ করেছেন মেঘনা গুলজার। এতে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তার স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ছবিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গেছে ফাতিমা সানা শেখকে।
পিপ্পা
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পিপ্পা’ সিনেমায় উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা। প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটের ছবি পিপ্পা। পরিচালক রাজা মেনন এই ছবির শুরুতেই দর্শককে জানিয়ে দেন, তার ছবিটি ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেরই একটি ইতিহাস। গল্পে টেনেছেন ভারত-রাশিয়া সম্পর্ক এবং ভাসমান ট্যাঙ্ক ‘পিটি ৭৬’ যা কিনা ভারতের প্রথম ট্যাঙ্ক। এই ট্যাঙ্ককেই ডাকা হত ‘পিপ্পা’ নামে, যার নামে সিনেমা। ১৯৭১ সালের সেই লড়াইয়ে মুক্তিযোদ্ধারা পাশে পেয়েছিল ভারতকে। গরিবপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাহায্য নিয়ে পাকিস্তানের ট্যাঙ্কের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভারতীয় ট্যাঙ্ক। ‘পিপ্পা’ ছবিটি মূলত তৈরি হয়েছে সেনা অফিসার বলরাম সিং মেহেতার লেখা বই ‘দ্য বার্নিং চ্যাফিস’ অবলম্বনে। মুক্তিযুদ্ধ তিনি একেবারে ফ্রন্ট থেকে দেখেছিলেন। তার চোখ দিয়ে দেখা মুক্তিযুদ্ধকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘পিপ্পা’তে। হয়তো এখানেই গন্ডগোলটা পাকিয়েছেন পরিচালক। বলরামের চোখ দিয়ে দেখা মুক্তিযুদ্ধের গল্প বলতে গিয়ে, যুদ্ধের তাপ, সংগ্রাম, আত্মত্যাগকে ঠিকমতো তুলে ধরতে পারেননি। তেমনই তুলে ধরতে পারেননি এই যুদ্ধের সঙ্গে ভারতের আবেগকে। তাই খানিকটা সমালোচনা হয়েছে। তবে ছবিটি নিয়ে সবচেয়ে বড় সমালোচনার জন্ম দেন এ আর রহমান ‘কারার ওই লৌহ কপাট’ গানটির রিমেক করে। এই সিনেমায় অভিনয় করেছেন ইশান কাট্টার, ম্রুণাল ঠাকুরসহ আরও অনেকে।
মুক্তি-বার্থ অব আ নেশন
এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মনু চোবে পরিচালিত ২২ মিনিটের এ চলচ্চিত্রে দেখানো হয়েছে কীভাবে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের কারণে পাল্টে গিয়েছিল যুদ্ধের গতিপ্রবাহ। ২০১৭ মুক্তি পাওয়া ‘মুক্তি’ সিনেমাটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে খুব চমৎকার করে উপস্থাপন করা হয়েছে। মিলিন্দ সোমান, যশপাল শর্মা অভিনীত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের অন্যতম তথ্যসমৃদ্ধ একটি বিদেশি নির্মাণ হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় সৈন্যবাহিনীর ইহুদি কর্মকর্তা জে এফ আর জ্যাকব যাকে ‘জেইক সুইটি’ নামেও ডাকা হতো। এ দেশের স্বাধীনতায় তার ভূমিকার কথা আমরা অনেকেই হয়তো জানি না। তারই গল্প এখানে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে পূর্ব বাংলায় ভারত-পাকিস্তান যুদ্ধের সংকটময় একটি সময়ে পাকিস্তানি জেনারেল এ এ খান নিয়াজীর সঙ্গে জ্যাকবের চৌকস ও বুদ্ধিদীপ্ত কথোপকথন কীভাবে বদলে দিয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাস।
গয়নার বাক্স
কলকাতার বিখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন ২০১৩ সালে নির্মাণ করেন হরর কমেডি সিনেমা ‘গয়নার বাক্স’। এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। সিনেমায় দেখা যায় ১৯৪৭ সালে দেশভাগের সময় পূর্ববাংলা ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমানো হিন্দু বিধবা নারী রশোমনির গচ্ছিত গহনা মৃত্যুর পর পায় তার ভাইয়ের ছেলের বউ সোমালতা। তার কাছ থেকে সেগুলো পায় তার মেয়ে চৈতালী। আধুনিক যুগের মেয়ে চৈতালি যখন বড় হয় তখনই পূর্ববঙ্গে শুরু হয় স্বাধীনতাযুদ্ধ। ২৫ মার্চের নির্মম গণহত্যার পর পূর্ববঙ্গ থেকে ভারতে পালিয়ে আসে অসংখ্য শরণার্থী। যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে শুরু হয় মুক্তিবাহিনী গঠন। মুক্তিযুদ্ধের ভয়াবহতা দেখে চৈতালি তার সব গহনা দান করে দেন মুক্তিবাহিনীকে সাহায্য করতে। এ সিনেমায় ভূত রশোমনি ও সোমলতা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জেতেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জী ও কঙ্কনা সেন শর্মা।
গুন্ডে
প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, অর্জুন কাপুর, ইরফান খান অভিনীত এই সিনেমাটি মুক্তিযুদ্ধের ভুল তথ্য উপস্থাপন করে তুমুল বিতর্কের জন্ম দেয়। ২০১৪ সালে নির্মিত এ সিনেমায় দেখানো হয় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে পূর্ব বাংলা থেকে ভারতে পালিয়ে আসা দুই এতিম শিশু বিক্রম ও বালার গুণ্ডা হয়ে ওঠার গল্প। এখানে ‘ভারত-পাকিস্তানের তৃতীয় যুদ্ধের ফসল বাংলাদেশ’- এমন সংলাপ থাকায় এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশে। কূটনীতিক মহলেও এ নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে প্রচার করাকে মেনে নিতে পারেনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসবিদরাও। নানা প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশরাজ ফিল্মস’। তবে সিনেমার মধ্যে সেই সংলাপটি এখনো রয়েই গেছে।
যুদ্ধশিশু-চিলড্রেন অব ওয়ার
সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন অভিনীত এই সিনেমাটিও মুক্তি পায় ২০১৪ সালে। ছবিটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবব্রত। শুরুর দিকে এ সিনেমার নাম ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ রাখা হয়েছিল। তবে সেন্সর বোর্ডে ‘বাস্টার্ড’ শব্দটি নিয়ে আপত্তি ওঠায় পরে নাম পরিবর্তন করে ‘যুদ্ধশিশু-চিলড্রেন অব ওয়ার’ রাখা হয়। ২৫ মার্চের গণহত্যা থেকে শুরু করে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নারী নির্যাতন ও হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে সিনেমায়। বিশেষ করে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারীদের ওপর পাকিস্তানি বাহিনীর অকথ্য নির্যাতনের চিত্র এ সিনেমায় দেখতে পাই আমরা। রাইমার পাশাপাশি এই ছবিতে ঋদ্ধি সেন, রুচা ইনামদার, রুদ্রনীল, পবন মালহোত্রা ও ভিক্টর ব্যানার্জির অনবদ্য অভিনয় মন জয় করেছে দর্শকের।