ডিপিএলে ঈদের পর নবম রাউন্ড শুরু ৬ এপ্রিল

স্পোর্টস ডেস্ক:

এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে (ডিপিএল) রাউন্ড রবিন লিগ শেষের পথে। ঈদের ছুটির আগেই হয়ে যাবে অষ্টম রাউন্ড। ঈদের পরবর্তী সময়ের জন্য বাকি থাকবে মাত্র ৩ রাউন্ড। তারপর এক বা দুই দিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সুপার লিগ।

আগামীকাল সোমবার (২৪ মার্চ) শুরু হবে ঈদের আগের শেষ রাউন্ড। যথারীতি দুই দিন ধরে চলবে এ পর্ব। প্রথম দিন রয়েছে তিনটি খেলা। এদিন শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড খেলবে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব মোকাবিলা করবে শাইনপুকুরের। বিকেএসপির ৪ নম্বর মাঠে হবে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংকের লড়াই।

পরদিন মঙ্গলবারও (২৫ মার্চ) তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। হোম অব ক্রিকেটে হবে লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স ম্যাচ। বিকেএসপি ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপি ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স লড়াই করবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

এরপর খেলা চলে যাবে ঈদের পর। ঈদের ছুটি শেষে আবার ৬ এপ্রিল শুরু হবে নবম রাউন্ড।

এদিকে সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে আবাহনী। শনিবার অগ্রণী ব্যাংক অপ্রত্যাশিতভাবে পারটেক্সের কাছে ১ উইকেটে হেরে যাওয়ায় আবাহনী এককভাবে শীর্ষে চলে গেছে। ৭ ম্যাচে টানা ৬ জয়ে আবাহনীর পয়েন্ট ১২। আকাশি-হলুদদের নিকট প্রতিদ্বন্দ্বী ৩ দল; গাজী গ্রুপ, মোহামেডান ও অগ্রণী ব্যাংক।

প্রতিদ্বন্দ্বী ৩ দলের পয়েন্ট সমান ১০ করে। তবে রানরেটে গাজী গ্রুপ (১.০৭৪) দ্বিতীয় স্থানে রয়েছে। ০.৪৩৬ রানরেটে সাদা-কালো মোহামেডানের অবস্থান তিনে। আর ০.৪২৫ রানরেটে অগ্রণী ব্যাংক চতুর্থস্থানে রয়েছে। ৩ দলই সুপার লিগের পথে খানিকটা এগিয়ে।

শেষ রাউন্ডে অপ্রত্যাশিত হারের শিকার না হলে আবাহনী, গাজী গ্রুপ, মোহামেডান ও অগ্রণী ব্যাংকের সুপার লিগ খেলার সম্ভাবনা অনেক উজ্জ্বল থাকবে।

নিচের দিকে দলগুলোর মধ্যে পয়েন্ট টেবিলের হিসেবে চলছে তুমুল লড়াই। সেই লড়াইয়ে সবচেয়ে অনুকূল পরিবেশে আছে গুলশান ক্রিকেট ক্লাব (৯ পয়েন্ট), প্রাইম ব্যাংক (৮ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (৭ পয়েন্ট) ও ধানমন্ডি ক্লাব (৬ পয়েন্ট)। এই ৪ দলের যে কেউ সুপার লিগ খেলতে পারে। অর্থাৎ সুপার লিগের দৌড়ে আছে ৮ দল।

বাকি ৪ দল- পারটেক্স (৪ পয়েন্ট), রূপগঞ্জ টাইগার্স (৩ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (৩ পয়েন্ট) ও শাইনপুকুর (২ পয়েন্ট) অনেক পিছিয়ে। এই ৪ দলের কারো সেরা ছয়ে জায়গা পেতে হলে পরের রাউন্ড গুলোয় প্রায় সব ম্যাচ জিততে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ম্যাচেই ইতিহাসের সর্বোচ্চ রানকে ঝুঁকিতে ফেললো হায়দরাবাদ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে কোয়ালিফাই করায় নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা