বিনোদন ডেস্ক:
বিশ্বজুড়ে জনপ্রিয় চরিত্র ওয়ান্ডার ওম্যান। এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত গ্যাল গাদত। ১৮ মার্চ হলিউডের ওয়াক অফ ফেমে জায়গা পেয়েছেন তিনি। এটিকে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন এই তারকা। এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ।
‘এটা আমি কখনো কল্পনাও করিনি যে আমি এমন একটি ক্যারিয়ার গড়তে পারব। এটা আমার জন্য খুবই অবিশ্বাস্য যাত্রা’-
যোগ করেন তিনি।
হলিউড ওয়াক অফ ফেম আমাদের অনেকের কাছেই কম বেশি পরিচিত। বিশেষ করে যারা হলিউড এবং বিনোদনের খোঁজ খবর রাখেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড পাড়ায় হলিউড বুলভার্ডের ১৫টি ব্লক এবং ভাইন স্ট্রিটের ৩টি ব্লক মিলে এই ওয়াক অফ ফেম। আড়াই হাজারের বেশি তারা বসানো রয়েছে হলিউড ওয়াক অফ ফেমের মেঝেতে এবং পাশের দেয়ালে। হলিউডের নানা অঙ্গনে অসামান্য অবদান রাখা তারকাদের স্মরণীয় করে রাখার জন্য তাদের নাম খোদাই করে বসানো হয় ওয়াক অফ ফেমের তারাগুলোতে। এগুলো তাদের অবদানের স্থায়ী স্বীকৃতি। এদের মধ্যে অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাটক বা সংগীতের দল, কাল্পনিক চরিত্র সবই আছে। এবার সেই তালিকায় যুক্ত হলো গ্যাল গ্যাদতের নাম। উচ্ছ্বাস তো ঝরে পড়বেই।
অভিনেত্রী হলিউড ওয়াক অফ ফেম পরিদর্শনের স্মৃতিচারণ করে বলেন, ‘যখন আমি প্রথমবার ২৩ বছর বয়সে সেখানে গিয়েছিলাম তখনই আমি সুপারহিরোদের মতো মানুষদের দেখতে পেয়েছিলাম। তাদের মধ্যে ওয়ান্ডার ওম্যানও ছিল। তখনই আমি ভেবেছিলাম, একদিন আমিও এ রকম কিছু করতে চাই।’
গ্যাল গ্যাদতের অভিনয় ক্যারিয়ার সরল ছিল না। ১২ বছরে তিনি নৃত্য শিখতে শুরু করেন। কিন্তু সেসসময় আইন অধ্যয়ন শুরু করেন তিনি। পড়াশোনার চাপ নিয়ে শুরু করেছিলেন মডেলিং। এক ক্যাস্টিং ডিরেক্টরের মাধ্যমে তার অভিনয়ের পথ খুলে যায়। তিনি ‘কোয়ান্টাম অফ সোলাস’ সিনেমার জন্য ডাক পাান। এরপর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় গিসেল ইয়াশারের চরিত্রে কাজের সুযোগ আসে তার কাছে।
‘বাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ সিনেমায় ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন তিনি। এই চরিত্রটি গ্যাদতকে বিশ্বব্যাপী তারকা বানিয়ে দেয়। তিনি এজন্য সবসময়ই পরিচালক জ্যাক স্নাইডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে জানা গেল, ‘ওয়ান্ডার ওম্যান ৩’ আপাতত হচ্ছে না। কারণ ডিসি ইউনিভার্স নতুনভাবে চরিত্রটি নিয়ে ভাবতে শুরু করেছে। সেখানে গ্যাদত থাকবেন কি না তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত এই অভিনেত্রীর উপর ভরসা রাখবে ডিসি।
গ্যাল গাদত একজন রাজনীতি সচেতন তারকাও। তার দেশ ইসরায়েলের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রায়ই তিনি মন্তব্য করেন। সেগুলো প্রায়ই তাকে বিতর্কের মুখেও ফেলে দেয়। তাই নিজের দেশ নিয়ে কথা বলাটা তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এত ঘৃণা এবং ক্রোধ রয়েছে যা খুব কষ্ট দেয়। তবে আমি চুপ থাকতে পারিনা। কখনো চুপ থাকিনি। আমি সবসময়ই মানবতার পক্ষে। তবে এটাও ঠিক যে আমি ইসরায়েলের একজন আদিবাসী। আমাকে সেসব বিবেচনা করেই কথা বলতে হয়।’
চার কন্যার মা এই অভিনেত্রী সম্প্রতি হিব্রু ভাষায় অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। ‘ভাষা আমার জন্য গুরুত্বপূর্ণ’- যোগ করেন তিনি। এসময় তিনি ‘স্নো হোয়াইট’ ছবিতে তিনি ‘ইভিল কুইন’ চরিত্রে অভিনয় করা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘এ চরিত্রটি এমন কিছু যা আমি আগে কখনও করিনি। চরিত্রটি অনেক বেশি জীবন্ত এবং খুব বড় পরিসরে এর প্রকাশ করেছি। আমি খুবই এনজয় করেছি কাজটি।’