আমির ও রণবীরের শত্রুতার রহস্য ফাঁস করলেন আলিয়া

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার আমির খান এবং রণবীর কাপুরের ‘শত্রুতা’ নিয়ে নতুন রোমাঞ্চকর খবর দিলেন আলিয়া ভাট। মঙ্গলবার (১১ মার্চ) সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আলিয়া জানিয়েছেন, দুজনের জন্য অপেক্ষা করছে একটি ঐতিহাসিক ‘শত্রুতা’।

তাদের অনুরাগীদের জন্য সুখবর হলো, এই দুই তারকা একসঙ্গে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির গল্পেই হবে তাদের শত্রুতার সম্পর্ক।

ভিডিওতে আলিয়া হাতে একটি পোস্টার তুলে ধরে জানান, ‘এটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করছিলাম। আমার দুই প্রিয় অভিনেতা একসঙ্গে কাজ করছেন। তবে একে অপরের বিপক্ষে হাজির হবেন তারা।’

পোস্টারে আমির খান এবং রণবীর কাপুরের ছবি দেখা যাচ্ছে। সেখানে লেখা রয়েছে- একে : ভার্সেস আরকে। আলিয়া ভাট লিখেছেন, ‘বছরের সবচেয়ে বড় শত্রুতা!’

ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, ছবিটি পরিচালনা করবেন দঙ্গল সিনেমার বিখ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। যদিও আলিয়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে সূত্রের খবর অনুযায়ী, এটি একটি নতুন বিজ্ঞাপনও হতে পারে যেখানে আমির ও রণবীর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

বর্তমানে আমির খান তার প্রযোজনা ও অভিনীত ‘সিতারে জমিন পার’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত। আর রণবীর কাপুর সঞ্জয় লীলা ভানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ করছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার জুটি বাঁধলেন শ্যামল-সাবিলা
পরবর্তী নিবন্ধসাত বছর পর ফিরলেন বুবলী