‘তুমি যাকে ভালোবাসো’-তে জোভান-কেয়া

বিনোদন ডেস্ক:
সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে তাদের দেখা যাবে। তার মধ্যে অন্যতম একটি হতে যাচ্ছে ‘তুমি যাকে ভালোবাসো’। নাটকটি নির্মাণ করেছেন আবুল খায়ের চাঁদ।

কিঙ্কর আহসানের গল্পে এর চিত্রনাট্য তৈরি করেছেন আহনাফ তাহমিদ খান এবং সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল। ঈদের এই নাটকটিকে লেখক কিঙ্কর হাজির হবেন অভিনেতা হিসেবেও!

নাটকটির গল্প ও অভিনয় প্রসঙ্গে কিঙ্কর আহসান বলেন, ‘প্রথম কথা হচ্ছে প্রযোজক পাপ্পু ভাই আমাকে গল্প বলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সিনেমাটোগ্রাফার রাজু রাজ-এর সাথে মিলে পরিচালক আবুল খায়ের চাঁদ এমন দারুণভাবে গল্পটি ভিজ্যুয়াল করেছেন, যা দেখে মনে হচ্ছে তারা রংতুলি দিয়ে আমার গল্পটার ছবি এঁকেছেন। জোভান আর কেয়া পায়েলের সহযোগিতার কারণে আমার অভিনয়টা সহজ হয়েছে। তাদের কাছে আমার অনেক ঋণ।’

এই লেখক-অভিনেতা জানান, ‘তুমি যাকে ভালোবাসো’ মূলত ত্রিভুজ প্রেমের একটা গল্প। যেখানে বিরহ আবেগ রোমাঞ্চ সবই থাকছে। রয়েছে গল্পের ভেতরে নানান বাঁক।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে ২০টি বিশেষ কনটেন্ট। চাঁদ রাত থেকে ‘তুমি যাকে ভালোবাসো’সহ বাকি কাজগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

পূর্ববর্তী নিবন্ধনাচতে গিয়ে পায়ে আঘাত, কেমন আছেন হৃতিক
পরবর্তী নিবন্ধধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে টিভি নির্মাতারা