বিনোদন ডেস্ক:
বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ বছর চারেক আগে বাঙালি মেয়ের বেশে মিউজিক ভিডিওতে সবার মন জয় করেছিলেন। ‘গেন্দা ফুল’র ‘বড়লোকের বিটি’ এবার বাংলা গান গেয়ে সবার মন জয় করেছেন। নারী দিবসে এ গানের ভিডিও প্রকাশ্যে এসেছে।
কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের মুগ্ধ করেছে। এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকুলিন। এ গানের শিরোনাম ‘আমি কাফি’।
নির্মাতাদের দাবি, এ গানের মাধ্যমে নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে। জ্যাকুলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত। অভিনেত্রী বলেছেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এ গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভাল লাগছে।’ মিউজিক ভিডিওতে কলকাতার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদেরও দেখা যাবে। এতে আরও দেখা যাবে, রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহকে।