গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাবিষয়ক নির্দেশিকা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ তিন‌ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই‌ নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আদালত সুয়োমটো রুল জারির পাশাপাশি আদেশও দিয়েছেন।

প্ররক্ষা নির্দেশিকা জারির বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল‌ গণিকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ১৮ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষযে ব্যাখ্যা দিতে নির্দেশ দিতে বলা হয়েছে।

এ সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মানির।

পূর্ববর্তী নিবন্ধলেভারকুসেনকে হারালো বায়ার্ন, ইন্টার ফেয়েনুর্দকে
পরবর্তী নিবন্ধআমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির : জয়শঙ্কর