সেমিতে ভারতের বিপক্ষে যেভাবে লড়াইয়ে আছে পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। ভারত গ্রুপ ‘এ’ এর শীর্ষ দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে শেষ চারে। আর গ্রুপ ‘বি’ থেকে সেরার লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার এই হাইভোল্টেজ ম্যাচ।

অস্ট্রেলিয়ার এবং ভারতের এই ম্যাচে অবশ্য আরও একটা লড়াই আছে। সেটা পাকিস্তান বনাম ভারতের। আর এই লড়াইটা মোটেই ক্রিকেটের মাঠের না। সেটা অনেক বেশি কূটনীতিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক এক লড়াই। আর সেখানে ভারত হারলেই জিতবে পাকিস্তান।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। যদিও সেই দেশে পা রাখেনি টিম ইন্ডিয়া। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে নিজেদের দল পাঠায়নি ভারত। তাদের সব ম্যাচই হচ্ছে দুবাইয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এমনকি ভারত সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ খেলতেও পাকিস্তানে যাচ্ছে না।

ভারত যদি আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে নেয়, সেক্ষেত্রে মূল আয়োজক দেশ হয়েও ফাইনাল নিজেদের মাটিতে দেখতে পারবে না পাকিস্তান। ৯ই মার্চের ফাইনাল চলে যাবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর যদি অস্ট্রেলিয়ার জয় হয়, তবে ফাইনাল হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে।

টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে বাদ পড়া পাকিস্তানের এখনকার প্রাপ্তির খাতায় যোগ হতে পারে প্রেস্টিজিয়াস ফাইনালের আয়োজনটা। আর সেটা নিশ্চিতভাবেই হারাতে চাইবে না পাকিস্তান। দুবাইয়ের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পাকিস্তানও তাই ভীষণভাবে প্রাসঙ্গিক।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম
পরবর্তী নিবন্ধ‘বউ বলেছে অস্কার জিতলেই চতুর্থ সন্তানের বাবা হতে পারবে’