ক্রীড়া ডেস্ক:
চলতি মাসের (১০ মার্চ) থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে তামিম ইকবাল- মোহাম্মদ আশরাফুলরা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন।
এই লিগে বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও অলক কাপালি খেলবেন এশিয়ান স্টারসের হয়ে। স্টারসের বিপক্ষে ১২ তারিখ ম্যাচ খেলবে টাইগার্সরা। তাই এদিন সাকিব-তামিমকে মুখোমুখি অবস্থানে দেখা যেতে পারে।
তবে তামিমের এই আসরে খেলার সম্ভাবনা অনেকটাই কম। আজ রোববার মিরপুরে সাংবাদিকদের তামিম বলছিলেন, ‘আমার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই যাওয়ার। বিশেষ করে দুটি ম্যাচ খেলার জন্য ওরা অনুরোধ করছে আমাকে। তবে আমার যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।
কোচ : হার্শেল গিবস