মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন


দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

?

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন। গোপালগঞ্জের মুকসুদপুরে রবিবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে ইতোমধ্যেই নির্বাচন অফিসার ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করেছে।

সকাল ১১টায় উপজেলা প্রধান নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় অন্য অফিসারা উপস্থিত ছিলেন।


এরপর নির্বাচন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে পৌরসভার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো:গোলাম মোস্তফা সভা সঞ্চালনায় করেন উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন,উপজেলা কৃষি অফিসার বাহারউদ্দিন শেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সায়াদউদ্দিন আহম্মেদ মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।সভায় উপস্থিত উপজেলা সমাজ সেবা অফিসার মো: মোশাররফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু