‘ভারত সবকিছুতে বাড়তি সুবিধা নেয়, আইপিএল বর্জন করা উচিত’

স্পোর্টস ডেস্ক:

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মাঝেই এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ইনজামাম-উল-হক।

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, ভারত শুধু এবারই নয় আরো অনেক ক্ষেত্রেই বাড়তি সুবিধা নেয়। এমনকি ফ্যাঞ্চাইজি লিগ আয়োজনের ক্ষেত্রেও আধিপত্য তাদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তান ছাড়া সব দেশের ক্রিকেটাররা খেললেও, ভারতের কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের লিগে খেলেন না। এ জন্য সব দেশের উচিত আইপিএল বর্জন করা, এমনটাই মনে করেন ইনজামাম।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না।’

‘অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।’-যোগ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅস্কারে পুরস্কার প্রদান থেকে সরে দাঁড়ালেন হ্যারিসন ফোর্ড
পরবর্তী নিবন্ধআবু সাঈদ হত্যা : ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ