নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলের।
দলের আত্মপ্রকাশ ঘিরে লাখো মানুষের জমায়েত হবে বলে মনে করছেন দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, লাখো মানুষের উপস্থিতি হবে সমাবেশস্থলে। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) মঞ্চ প্রস্তুতের সময় থেকেই আমাদের এক প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে।
তিনি বলেন, সার্বক্ষণিক আয়োজকদের সঙ্গে সমন্বয় করে তারা যেভাবে চাচ্ছে, সেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পোশাকধারী ও অস্ত্রধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমাদের ট্রাফিক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাওয়া এ নতুন দলের আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপি ব্যক্তিদের জন্য আসনের ব্যবস্থা।
নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসময় তাদের আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধ পানি এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।