বিচ্ছেদ জল্পনার মাঝে গোবিন্দের স্ত্রী সুনীতার মন্তব্য চর্চায়

বিনোদন ডেস্ক:

বিচ্ছেদের জল্পনা গোবিন্দ ও সুনীতা আহুজার। ৩৭ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন তারা। এছাড়াও অনেকদিন ধরেই জল্পনা চলছিল তাদের বিচ্ছেদ নিয়ে। এরই মধ্যে গত মঙ্গলবার তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়ে।

শোনা যাচ্ছে, অল্পবয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। বিবাহ-বহির্ভূত সম্পর্কই তাদের বিচ্ছেদের অন্যতম কারণ বলেই ধারণা করা হচ্ছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠ শশী সিং জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সেই দম্পতির সম্পর্কে ওঠাপড়া চলছে।

এক সময় গোবিন্দ নাকি নিজেই জানিয়েছিলেন, তার দ্বিতীয় বিয়ের জন্য সুনীতার প্রস্তুত থাকা উচিত। এরপর সুনীতা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, গোবিন্দ তাকে সম্পর্কে সময় দেননি। অতীতে সব সহ্য করলেও, এখন প্রতিবাদে বিশ্বাসী তিনি।

সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেছেন, ‘আমি এমন নারী নই যাকে কোনো পুরুষ হাজারটা কথা শুনিয়ে যাবে। তারপরেও বসে বসে শুনব। আজকাল মহিলা ও পুরুষ সমান। বরং নারীরা পুরুষদের চেয়ে অনেক এগিয়ে। আমি যা বলি সব সত্যি। মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। নিজের জায়গায় আপনি ঠিক থাকলে, নিজের হয়ে লড়তে হবে। বোকা হয়ে থাকলে হবে না। আর ভুলটা তোমার না হলে ভয় পাওয়ার তো কিছু নেই। তাই কেউ কিছু বললে সপাটে জবাব দাও।’

এদিকে গোবিন্দ বলেছিলেন, ‘হতেই পারে, আগামী দিনে ফের কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারি। আবার হয়ত সেই মেয়েটিকে বিয়েও করতে পারি। এই সব কিছুর জন্য সুনীতার প্রস্তুত থাকা উচিত। তারপরেই আমি স্বাধীন অনুভব করতে পারব। আমার গোষ্ঠিতেও দ্বিতীয় বিয়ের যোগ রয়েছে।

সেই সাক্ষাৎকারেই গোবিন্দ জানিয়েছিলেন, ‘তিনি নীলম কোঠারির প্রেমে পড়েছিলেন। কিন্তু তত দিনে সুনীতাকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন গোবিন্দ।’

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রথম ম্যাচ থেকেই ডিপিএলে দেখা যাবে শান্ত-নাহিদ রানাদের