নিজস্ব প্রতিবেদক
যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করা হয়েছে।
বুধবার সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর নাম ‘যমুনা সেতু’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে ‘কর্ণফুলী টানেল’ করা হয়েছে।
সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই দুটি স্থাপনা নির্মাণ করেছিল।