নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছাতে একমত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ খনিজ ডেভলপমেন্টের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে।
ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আমি শুনেছি তিনি (জেলেনস্কি) শুক্রবার আসছেন। তিনি যদি চান তাহলে আমার সঙ্গে এটা ঠিক আছে। তিনি আমার সঙ্গে এটিতে সই করতে চান। এটি একটি বড় চুক্তি হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, চুক্তিটি এক ট্রিলিয়ন ডলারের হতে পারে। যা মার্কিন করদাতাদের অর্থ ফেরত পেতে নিশ্চয়তা দেবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এমন এক যুদ্ধে লড়াই করার জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি যা কখনও হওয়া উচিত ছিল না।
এই চুক্তির বিনিময়ে কিয়েভ কী পাবে জানতে চাইলে ট্রাম্প ৩৫০ বিলিয়ন ডলারের সাহায্যের কথা উল্লেখ করেন যা তিনি দাবি করেছেন যে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে।
কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, মার্কিন কংগ্রেস ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ইউক্রেনের জন্য ১৭৪ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রাশিয়া-অধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার ‘নতুন অঞ্চলগুলোতে’ খনিজ আহরণের বিষয়ে।
‘নতুন অঞ্চল’ বলতে পুতিন মূলত ইউক্রেনের সেই পূর্বাঞ্চলীয় অংশগুলোর কথা বোঝান, যেগুলো রাশিয়া তিন বছর আগে পূর্ণমাত্রার আগ্রাসনের পর দখল করে নিয়েছিল।